PMGKAY: লক্ষ্য লোকসভা ! ২০২৪-এর জুন পর্যন্ত বিনামূল্যে খাদ্যশস্য দেবে মোদি সরকার ?
PM Modi: বেশকিছু রাজ্যে বিধানসভা নির্বাচন ও ২০২৪-এ লোকসভা ভোটের (Loksabha Election) কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র।
PM Modi: ৮০ কোটি দেশবাসীকে ফের বিনামূল্যে খাদ্যশস্য (PMGKAY) দিতে পারে কেন্দ্রীয় সরকার। বেশকিছু রাজ্যে বিধানসভা নির্বাচন ও ২০২৪-এ লোকসভা ভোটের (Loksabha Election) কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র। প্রধানমন্ত্রী গরিবকল্যাণ অন্ন যোজনার (Pradhanmantri Garib kalyan Anna Yojna) মাধ্যমে দেওয়া হতে পারে এই রেশন (Ration)।
PMGKAY: কী বলছে রিপোর্ট ?
একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে , নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ২০২৪ সালের জুন পর্যন্ত বিনামূল্যে রেশন চালিয়ে যাবে সরকার। মূলত, টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পথ প্রশস্ত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ বিলিয়ন ডলারের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা 2024 সালের জুন পর্যন্ত বাড়ানো হতে পারে, যা ৩১ ডিসেম্বর ২০২৩-এ শেষ হওয়ার কথা। রিপোর্ট অনুসারে,বিষয়টি বর্তমানে আলোচনার স্তরে রয়েছে। আগামী দিনে প্রধানমন্ত্রীর কার্যালয় এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।
দিল্লির আমলাদের মতে, এই প্রকল্পটি বাড়ানোর জন্য খুব বেশি খরচ হবে না। এই ব্যয়টি বাজেট বরাদ্দের মাধ্যমে বহন করবে সরকার। প্রকৃতপক্ষে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা আগে ৩১ ডিসেম্বর ২০২২-এ শেষ হয়েছিল৷ যদিও পরবর্তীকালে এই স্কিমটি ১ জানুয়ারি,২০২৩ থেকে নতুনভাবে চালু করা হয়েছিল। যার মাধ্যমে অন্ত্যোদয় অন্ন যোজনার সঙ্গে নতুন খাদ্য সুরক্ষা প্রকল্প চালু করা হয়েছিল। ১ জানুয়ারি ২০২৩ সুবিধাভোগীদের বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ শুরু করে সরকার। এই প্রকল্পের আওতায় ৮০ কোটি দরিদ্র ভারতবাসীকে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার ঘোষণা করা হয়েছিল। তবে নতুন রিপোর্ট নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি অর্থ মন্ত্রকের মুখপাত্র।
PMGKAY: কবে শুরু হয়েছিল এই প্রকল্প
প্রধানমন্ত্রী গরিবকল্যাণ অন্ন যোজনা ২০২০ সালে করোনা মহামারীর প্রথম পর্যায়ে চালু করা হয়েছিল। পরে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। দেশের বর্তমান রাজনৈতিক মানচিত্র বলছে, আসন্ন ১০টি রাজ্যে বিধানসভা নির্বাচনের মধ্যে ৭টিতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি। চলতি বছরের শেষের দিকে পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। সেই বিষয়টি মাথায় রেখেছে বিজেপির মার্গদর্শকরা।
ডিসেম্বরে এই স্কিমটি একটি নতুন চেহারায় চালু করার ঘোষণা করা হয়েছিল। তখন সরকার বলেছিল, ২০২৩ সালে খাদ্য নিরাপত্তা আইন এবং অন্যান্য কল্যাণমূলক প্রকল্পের আওতায় বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করার জন্য সরকারের কোষাগারে ২ লক্ষ কোটি টাকা খরচ হবে। তবে এটি দরিদ্রদের জন্য খুব উপকারী প্রকল্প হবে।
Multibagger Tata Stock: ৭০০০ টাকা দিয়ে লাখপতি, টাটা গ্রুপ কিনেছে এই মাল্টিব্যাগার স্টক