PNB Alert: পিএনবি-র নামে বড় প্রতারণার ফাঁদ, ভুলেও এই কাজটি করবেন না
Bank Fraud: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-র নামে চলছে বড় প্রতারণা চক্র। ব্যাঙ্কের ১৩০ তম বর্ষপূর্তি উপলক্ষে গ্রাহকদের কাছে পাঠানো হচ্ছে এই মেসেজ।
Bank Fraud: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-র নামে চলছে বড় প্রতারণা চক্র। ব্যাঙ্কের ১৩০ তম বর্ষপূর্তি উপলক্ষে গ্রাহকদের কাছে পাঠানো হচ্ছে এই মেসেজ। একবার এই ফাঁদে পা দিলে খালি হবে অ্যাকাউন্ট।
Cyber Crime: দেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) তার কোটি কোটি গ্রাহকদের জন্য একটি সতর্কতা জারি করেছে। ভুয়ো বার্তা নিয়ে সরব হয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। PNB জানিয়েছে, সাইবার অপরাধীরা ব্যাঙ্কের ১৩০ তম বার্ষিকীর নামে গ্রাহকদের প্রতারণার বার্তা পাঠাচ্ছে। বড় ব্র্যান্ডের পরিচয় অপব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে টাকা চুরির ছক কষেছে প্রতারকরা। সেক্ষেত্রে আপনি যদি আজ ব্যাঙ্কের ১৩০ তম বার্ষিকীর নামে কোনও বার্তা পান, তবে আপনার সাবধান হওয়া উচিত। অন্যথায় আপনি সব টাকা হারাবেন।
PNB Alert: ব্যাঙ্ক ট্যুইট করে এই তথ্য জানিয়েছে
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই বিষয়ে গ্রাহকদের সাবধান করেছে। ব্যাঙ্ক জানিয়েছে, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তার ১৩০ তম বার্ষিকী সম্পর্কিত কোনও অফার নিয়ে আসেনি। যদি কেউ আপনাকে এই ধরনের একটি লিঙ্ক পাঠায়, তাতে ক্লিক করবেন না। এছাড়াও এই ধরনের লিঙ্ক শেয়ার করা এড়িয়ে চলুন।
PNB সাইবার নিরাপত্তা টিপস দিয়েছে
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সাধারণ মানুষকে চিন্তা না করে ব্যাঙ্কে পাঠানো কোনও মেসেজে ক্লিক না করার পরামর্শ দিয়েছে। এর পাশাপাশি, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচারিত বার্তাগুলি ক্রস চেক করতে বলেছে। যদি কেউ আপনার ব্যক্তিগত তথ্য যেমন নাম, আধার নম্বর, প্যান নম্বর ও ব্যাঙ্কিং বিবরণ যেমন অ্যাকাউন্ট নম্বর, ক্রেডিট/ডেবিট কার্ড, ওটিপি কোনও সংস্থার নামের লিঙ্কে ক্লিক করে জিজ্ঞাসা করে, এই বিবরণগুলি ভাগ করতে ভুলবেন না। এই কাজ করলে আপনার কষ্টার্জিত উধাও হবে।
সাইবার অপরাধীরা প্রতারণার জন্য বিভিন্ন পথ নিচ্ছে
সাইবার অপরাধীরা অফার ছাড়াও নানাভাবে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে। কেওয়াইসি ও প্যান আপডেটের নামে এই ধরনের জালিয়াতি খুব সাধারণ ব্যাপার। প্রতারকদের গ্রাহকদের অনেক ক্ষেত্রেই অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হওয়ার ভয় দেখাচ্ছে। যা থেকে বাঁচতে KYC বা PAN আপডেট সম্পূর্ণ করতে বলেছে। এর জন্য তাদের কাছে একটি লিঙ্কও পাঠানো হচ্ছে। এই লিঙ্কে ক্লিক করার পরে গ্রাহকদের তাদের ব্যক্তিগত তথ্য চাওয়া হয়। যা দিয়ে দিলে কয়েক মিনিটের মধ্যে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা চুরি করে নেয় এসব সািবার অপরাধী। আপনি যদি এই জাতীয় কোনও বার্তা পেলে এড়িয়ে চলুন।
আরও পড়ুন : PAN Card Limit: ২টি প্যান কার্ড রয়েছে আপনার ? জানেন এতে জরিমানা সহ হতে পারে আরও সমস্যা ?