IPO Listing: ৯০ শতাংশ প্রিমিয়ামে লিস্টিং, বিনিয়োগকারীদের বিপুল মুনাফা দিল এই IPO
Positron Energy IPO listing: ৮ অগাস্ট বাজার এসেছিল পজিট্রন এনার্জির আইপিও, বিডিং চলেছিল বিগত ১২ অগাস্ট পর্যন্ত। এই আইপিওর প্রাইসব্যান্ড রাখা হয়েছিল ২৩৮ টাকা থেকে ২৫০ টাকার মধ্যে।
Positron Energy IPO Listing: আজ শেয়ার বাজারে বাম্পার লিস্টিং হল এই SME আইপিওর। সংস্থার নাম পজিট্রন এনার্জি। বিপুল মুনাফা দিয়ে প্রথম দিনেই লিস্টিংয়ে (Positron Energy IPO) পকেট ভরাল এই আইপিও। ৯০ শতাংশ প্রিমিয়ামে বাজারে তালিকাভুক্ত হয়েছে এই শেয়ার। এই আইপিওতে যেখানে প্রাইসব্যান্ড ছিল প্রতি শেয়ারে ২৫০ টাকা, সেখানে আজ ৪৭৫ টাকায় তালিকাভুক্ত হয়েছে এই আইপিও। একদিনেই এই SME আইপিও (IPO Listing) থেকে বিনিয়োগকারীরা ৯০ শতাংশ মুনাফা করে নিলেন। শুধু তাই নয়, তালিকাভুক্তিতে মুনাফা দেওয়ার পরেও এই শেয়ার আজকের বাজারে ৫ শতাংশ বাড়ল এক লাফে, এখন আপার সার্কিটে রয়েছে এই শেয়ার। আজ সকাল থেকে ধরলে এখনও পর্যন্ত এই শেয়ারে ৯৯.৫ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।
পজিট্রন এনার্জি আইপিওর বিশদ তথ্য
৮ অগাস্ট বাজার এসেছিল পজিট্রন এনার্জির আইপিও, বিডিং চলেছিল বিগত ১২ অগাস্ট পর্যন্ত।
এই আইপিওর প্রাইসব্যান্ড রাখা হয়েছিল ২৩৮ টাকা থেকে ২৫০ টাকার মধ্যে।
বিনিয়োগকারীদের মধ্যে ভাল সাড়া পেয়েছে এই আইপিও। ৪১৫ গুণ সাবস্ক্রাইব হয়েছে পজিট্রন এনার্জির আইপিও।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এই আইপিওতে ২৩১.৪১ গুণ সাবস্ক্রাইব করেছেন। আর খুচরো বিনিয়োগকারীদের থেকে ৩৫১ গুণ সাবস্ক্রিপশন এসেছে।
আইপিওর মাধ্যমে বাজার থেকে ৫১.২১ কোটি টাকা তুলতে চেয়েছিল এই সংস্থা। এক্ষেত্রে কোনও অফার ফর সেলের সুবিধে ছিল না।
একটি লটে এই SME আইপিওতে ছিল ৬০০টি শেয়ার। ন্যূনতম একটি লট কিনতে হত বিনিয়োগকারীদের।
অর্থাৎ এই সংস্থার আইপিওতে বিনিয়োগ করতে গেলে ন্যূনতম ১.৫ লাখ টাকা দরকার ছিল।
পজিট্রন এনার্জি সংস্থার ব্যবসা কী
পজিস্ট্রন এনার্জি সংস্থা মূলত তেল ও গ্যাস সংস্থাগুলিকে ম্যানেজমেন্ট ও টেকনক্যাল অ্যাডভাইসরি দিয়ে থাকে। বিগত কয়েক বছরে এই সংস্থার আর্থিক অবস্থা বেশ ভাল হয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষে পজিট্রন এনার্জির মুনাফা হয়েছে ৫৭.৯৭ লক্ষ টাকা। আর ২০২৩-২৪ অর্থবর্ষে সেই মুনাফা ছুঁয়ে ফেলেছে ২.১৩ কোটির সীমা এবং ২০২৪ সালে এসে এই মুনাফা এখনও পর্যন্ত ৮.৭৯ কোটিতে আছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Gold Price: মঙ্গলের বাজারে বড় সুযোগ, আরও কমল সোনার দাম ! আজ গয়না গড়ালে কত সস্তায় পাবেন ?