PNB Rate Hike: ঋণের উপর সুদের হার বাড়াল এই সরকারি ব্যাঙ্ক, EMI বাড়বে ?
Punjab National Bank MCLR: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সম্প্রতি প্রকাশ করেছে তাদের এই নতুন এমসিএলআরের তালিকা। মূলত এই নতুন তালিকায় দেখা গিয়েছে এক বছরের মেয়াদে সুদের হার ৮.৮৫ শতাংশ থেকে বেড়ে ৮.৯০ শতাংশ।
Punjab National Bank: দেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাঙ্কের গ্রাহকদের এবারে পকেট টান পড়তে চলেছে। অগাস্ট মাস পড়তেই ঋণের উপর সুদের হার বাড়াল এই ব্যাঙ্ক। ফলে লক্ষ লক্ষ গ্রাহক এবার সমস্যা পড়তে পারেন। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB Rate Hike) এবারে তাঁর মার্জিনাল কস্ট অফ ফান্ডস বেসড লেন্ডিং রেট (MCLR) ৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। অর্থাৎ ঋণের উপরে সুদের হার ০.০৫ শতাংশ বাড়িয়েছে এই ব্যাঙ্ক। ফলে এই ব্যাঙ্ক থেকে যারা ঋণ নিয়েছেন, তাদের ইএমআইতে চাপ বাড়বে। গতকাল ১ অগাস্ট থেকেই এই নতুন সুদের হার কার্যকর হয়েছে।
সর্বশেষ MCLR দেখে নিন
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সম্প্রতি প্রকাশ করেছে তাদের এই নতুন এমসিএলআরের তালিকা। মূলত এই নতুন তালিকায় দেখা গিয়েছে এক বছরের মেয়াদে সুদের হার ৮.৮৫ শতাংশ থেকে বেড়ে ৮.৯০ শতাংশ হয়েছে। মূলত সমস্ত ধরনের পার্সোনাল লোন এবং গাড়ির লোনের জন্য এক বছরের এমসিএলআর স্থির রাখা হয়েছে। একইসঙ্গে ৩ বছরের জন্য এই মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট ৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। ৯.১৫ শতাংশ থেকে এই রেট বেড়ে হয়েছে ৯.২০ শতাংশ।
অন্যদিকে এক মাস, তিন মাস এবং ৬ মাসের ঋণের উপর সুদের হার রয়েছে ৮.৩৫ শতাংশ থেকে ৮.৫৫ শতাংশ। আবার ওভারনাইট এমসিএলআর ৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে, ৮.২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৮.৩০ শতাংশ করা হয়েছে।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও MCLR বাড়িয়েছে
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আগে বুধবার ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও তাদের এমসিএলআর বাড়িয়েছে। এক বছরের LCLR ৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। ৮.৯৫ শতাংশ হয়েছে এই সুদের হার। আর বাকি সময়ের মেয়াদে কোনও সুদের হারে বদল আসেনি। ৩১ জুলাই ২০২৪ থেকেই এই হার কার্যকর হয়েছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Stocks to Buy: আজ ব্রেক আউট দিতে পারে এই ৫ স্টক, কেনার সুযোগ ?