Rahul Gandhi Stocks: মোদির জয়ে পকেট ভরল রাহুলের ! ৩ দিনেই লাখ টাকার মুনাফা
Stock Market Portfolio: রাহুল গান্ধীর পোর্টফোলিওতে আছে ইনফোসিস, এলটিআই মাইন্ডট্রি, টিসিএস, হিন্দুস্তান ইউনিলিভার, নেসলে ইন্ডিয়া, এশিয়ান পেইন্টস, পিডিলাইট ইন্ডাস্ট্রিজ ইত্যাদি স্টক।
Stock Market: টানা তৃতীয়বার এই নিয়ে দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদি। আর এই কারণে শেয়ার বাজার লোকসভা ভোটের ফলাফলের পরে বাড়তেই আছে ক্রমে ক্রমে। তবে আশ্চর্যের বিষয় নরেন্দ্র মোদির এই জয়ে মুনাফা হল বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi Stocks)। শেয়ার বাজার দিন দিন বাড়তে থাকার কারণে বিপুল মুনাফা হয়েছে রাহুল গান্ধীর পোর্টফোলিওতে। জানা গিয়েছে, রাহুল গান্ধীর স্টক পোর্টফোলিওর মূল্য এই তিন দিনে ৩.৫ শতাংশ বেড়ে গিয়েছে।
কোন কোন সংস্থার স্টক আছে রাহুল গান্ধীর কাছে
রাহুল গান্ধীর পোর্টফোলিওতে বহু সংস্থার স্টক (Rahul Gandhi Stocks) রয়েছে। এর মধ্যে আছে ইনফোসিস, এলটিআই মাইন্ডট্রি, টিসিএস, হিন্দুস্তান ইউনিলিভার, নেসলে ইন্ডিয়া, এশিয়ান পেইন্টস, পিডিলাইট ইন্ডাস্ট্রিজ ইত্যাদি। নির্বাচনের আগে রাহুল গান্ধীর মনোনয়ন পত্রে জানা গিয়েছিল এইসব স্টকের নাম। এইসব সংস্থাগুলি আদপে শেয়ার বাজারের জায়ান্টদের মধ্যে পড়ে। নির্বাচনী ফলাফলের আগের দিন সোমবার ৩ জুন ভারতীয় শেয়ার বাজারে (Rahul Gandhi Stocks) উর্ধ্বগতির কারণে রাহুল গান্ধীর পোর্টফোলিওর মূল্য ৩.৪৫ লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছে। তবে মঙ্গলবার শেয়ার বাজার ব্যাপক হারে পড়ে যাওয়ায় তাঁর পোর্টফোলিওর মূল্য ৪.০৮ লক্ষ টাকা কমে গিয়েছে।
ক্রমেই বাড়ছে পোর্টফোলিওর মূল্য
শেয়ার বাজারে এরপর থেকে সূচকে গতি আসতে দেখা যায়। ৫ জুন রাহুল গান্ধীর পোর্টফোলিওর মূল্য দাঁড়ায় ১৩.৯ লক্ষ টাকা। আবার ৬ জুন আরও ১.৭৮ লক্ষ টাকা বেড়েছে এই পোর্টফোলিওর মূল্য। ৩১ মে থেকে ধরলে রাহুল গান্ধীর পোর্টফোলিওর মূল্য বেড়েছে ৩.৪৬ শতাংশ, অর্থাৎ শেয়ার বাজার থেকে রাহুলের মুনাফা হয়েছে ১৫ লক্ষ টাকা।
বিগত কয়েকদিনে ব্যাপক উত্থান-পতন দেখেছে বাজার
৪ জুন ২০২৪ লোকসভা নির্বাচনের ফলাফল গণনার দিনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শেয়ার বাজার মুখ থুবড়ে পড়েছিল। ৩১ লাখ কোটি টাকার ক্ষতি হয়েছিল বিনিয়োগকারীদের। কিন্তু তারপরের তিন তিনটে সেশনে বেড়ে গিয়েছিল বাজার। বিনিয়োগকারীদের সম্পদ বেড়েছে ২৮.৬৬ লক্ষ কোটি টাকা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Dividend Stocks: ১.৫ লক্ষ কোটির ডিভিডেন্ড ! সরকারি স্টকেই পকেট ভরল বিনিয়োগকারীদের