Medicine Recovered : অসুখ সারাতে গিয়ে নতুন বিপদ ডেকে আনছেন না তো? উদ্ধার লক্ষ লক্ষ টাকার জাল ওষুধ !
ABP Ananda Live: আপনি যে ওষুধ কিনছেন জাল নয় তো? কলকাতায় জাল জীবনদায়ী ওষুধের কারবারের পর্দাফাঁস। ভবানীপুরে বাড়ি থেকে উদ্ধার প্রচুর জাল ওষুধ, ইঞ্জেকশন। গ্রেফতার ১।
আরও খবর,
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বে ভাঙড় রণক্ষেত্র। দলের দুই নেতা আরাবুল ইসলাম এবং সওকত মোল্লা পরস্পরকে আক্রমণ করছেন। সেদিনই পুরমন্ত্রী এবং তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য় ফিরহাদ হাকিমের মুখে শোনা গেল ইঙ্গিতপূর্ণ মন্তব্য়। তিনি বলেন, "আমি বলব না যে তৃণমূল কংগ্রেস যারা করছে তারা গঙ্গাজলে স্নান করে এসেছে। মাথা গরম মানুষ আছে, তাদেরও বোঝাতে হবে। আবার নিশ্চিতভাবে অসৎ মানুষ আছে তাদের থেকেও সতর্ক থাকতে হবে। আমাদের নেত্রী তো সেদিন সন্দেশখালিতে বললেন যে বাজে লোকেদের ডাকলে যাবেন না। সুতরাং এগুলো হচ্ছে ইঙ্গিত যে খারাপ মানুষকে ত্যাগ করুন, সত্যিকারের ভাল মানুষের পাশে থাকুন।''