Bangladesh News : ফের গ্রেফতার অনুপ্রবেশকারী! বাগদা থানা এলাকায় পুলিশের জালে ২ বাংলাদেশি মহিলা
ABP Ananda Live: উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকায় ২ বাংলাদেশি মহিলা গ্রেফতার। আজ সকালে বাগদার মাথাভাঙা এলাকা থেকে ২ সন্দেহভাজন মহিলাকে পাকড়াও করে পুলিশ। কয়েক মাস আগে বাংলাদেশ থেকে চোরাপথে ভারতে প্রবেশ করে এই ২ জন, দাবি পুলিশের। 'ভারতে এসে বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করতেন ২ জন'। 'ধৃত আজমিরা খাতুন ও শিরিনা খাতুন যশোর জেলার বাসিন্দা'। বাংলাদেশে কোনও আত্মীয় অসুস্থ হয়ে পড়ায়, ২ জন ফিরে যাচ্ছিল, দাবি পুলিশের ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে।
আরও খবর,
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বে ভাঙড় রণক্ষেত্র। দলের দুই নেতা আরাবুল ইসলাম এবং সওকত মোল্লা পরস্পরকে আক্রমণ করছেন। সেদিনই পুরমন্ত্রী এবং তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য় ফিরহাদ হাকিমের মুখে শোনা গেল ইঙ্গিতপূর্ণ মন্তব্য়। তিনি বলেন, "আমি বলব না যে তৃণমূল কংগ্রেস যারা করছে তারা গঙ্গাজলে স্নান করে এসেছে। মাথা গরম মানুষ আছে, তাদেরও বোঝাতে হবে। আবার নিশ্চিতভাবে অসৎ মানুষ আছে তাদের থেকেও সতর্ক থাকতে হবে। আমাদের নেত্রী তো সেদিন সন্দেশখালিতে বললেন যে বাজে লোকেদের ডাকলে যাবেন না। সুতরাং এগুলো হচ্ছে ইঙ্গিত যে খারাপ মানুষকে ত্যাগ করুন, সত্যিকারের ভাল মানুষের পাশে থাকুন।''