Share Market: সাত বছরে এই নিয়ে তিনবার, ফের বিনামূল্যে শেয়ার দিতে চলেছে এই সংস্থা
Bonus Issue: শেয়ার পিছু দুটি করে করে বোনাস শেয়ার ঘোষণা করেছে রামা স্টিল টিউবস। আপনার পোর্টফোলিওতে আছে এই শেয়ার ?
Rama Steel Tubes: বিনামূল্যে শেয়ার দিতে চলেছে এই সংস্থা। সম্প্রতি বোনাস শেয়ারের কথা ঘোষণা করেছে তারা। সাত বছরের মধ্যে এই নিয়ে তিনবার বোনাস শেয়ার দিয়েছে এই সংস্থা। সংস্থার নাম রামা স্টিল টিউব (Rama Steel Tubes)। এই শেয়ার যাদের পোর্টফোলিওতে আছে, তারা লাভবান হতে চলেছেন। শেয়ার পিছু দুটি করে করে বোনাস শেয়ার ঘোষণা করেছে রামা স্টিল টিউবস।
এর আগে ২০১৬ সালে মার্চ মাসে চারটি বোনাস শেয়ারের ঘোষণা করেছিল এই সংস্থা (Rama Steel Tubes), তাছাড়া ২০২২ সালেও জানুয়ারি মাসেই আরও চারটি বোনাস শেয়ারের ঘোষণা করেছে রামা স্টিল টিউব। এক্সচেঞ্জ ফাইলিংয়ের সময় রামা স্টিল টিউব জানিয়েছে বোনাস শেয়ার দেওয়ার রেকর্ড ডেট সম্পর্কে কয়েকদিনের মধ্যেই জানানো হবে। কোম্পানির বোর্ডের তরফে জানা গিয়েছে ইতিমধ্যেই শেয়ারের মূলধন ৫৫ কোটি থেকে বেড়ে হয়েছে ২০০ কোটি।
বোনাস শেয়ার কী ?
কোম্পানিগুলো তাদের শেয়ারহোল্ডারদের পুরস্কার হিসেবে বোনাস শেয়ার ইস্যু করে। বিনিয়োগকারীদের মনে আস্থা জোগাতে এই বোনাস শেয়ার ইস্যু করে কোম্পানি। এক্ষেত্রে বিনামূল্যে কোম্পানির শেয়ার পেয়ে যান বিনিয়োগকারীরা।
রামা স্টিল টিউবের বৃদ্ধি
রামা স্টিল টিউবের শেয়ারের দাম জানুয়ারি মাসেই ৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে ২০২৩ সালের পরিসংখ্যান দেখলে তা সামগ্রিকভাবে বেড়েছে ৮.৩ শতাংশ। বর্তমানে ৫ শতাংশ বেড়ে আপার সার্কিটে ৪৭.১০ টাকা দামে রয়েছে এই শেয়ার।
সংস্থার ব্যবসা
১৯৭৪ সালে স্থাপিত হয় রামা স্টিল টিউব (Rama Steel Tubes) সংস্থা যারা ভারতে স্টিল পাইপ, টিউব এবং জিআই পাইপ নির্মাণে অগ্রগণ্য ভূমিকা রাখে। ২০ শতাংশ রপ্তানি হার রয়েছে এই সংস্থার এবং সারা বিশ্বের প্রায় ১৬টিরও বেশি দেশে এই সংস্থার পণ্য পাওয়া যায়। আন্তর্জাতিক বাজারে চাহিদা রয়েছে রামা স্টিল টিউবের পণ্যের। সংযুক্ত আরব আমীরশাহীতে এই সংস্থার একটি সাবসিডিয়ারি আছে, এবং আরেকটি সাবসিডিয়ারি আছে নাইজেরিয়াতে।
সংস্থার মুনাফা
২০২৪ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে ৬.৫৮ কোটি টাকা মুনাফা করেছে এই সংস্থা যেখানে গত বছর একই ত্রৈমাসিকে সংস্থার মুনাফা হয়েছিল ৫.১৩ কোটি টাকা। অর্থাৎ সংস্থার মুনাফা বেড়েছে প্রায় ২৮.২৬ শতাংশ। সেপ্টেম্বর ত্রৈমাসিকে সংস্থার কনসলিডেটেড রেভিনিউ এসেছে ২০৩.৩৩ কোটি টাকা, যেখানে ২০২৩ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে রেভিনিউ এসেছিল ৩৭৪.২৪ কোটি টাকা।
(মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র জানানোর উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি, যে বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সব সময় একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।ABPLive.com কখনও কাউকে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।)