Cyber Attack Banking Sector: শতাধিক ভারতীয় ব্যাঙ্কে সাইবার হামলা, আচমকা বিপর্যস্ত পরিষেবা, বন্ধ হল অনলাইন পেমেন্ট
Ransomware Attack Bank Account: জানা গিয়েছে দেশের ছোট ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যাঙ্কিং কার্যক্রম বন্ধ হয়ে যায়। এটিএম থেকে টাকা তুলতে না পারার অভিযোগও শোনা যায় ।
নয়া দিল্লি: অকস্মাৎ কাজ করছে না অনলাইন পেমেন্ট, বারবার ব্যাঙ্ক বদলে টাকা পাঠাতে গিয়ে নাজেহাল! এর নেপথ্যে বড়সড় সাইবার হামলা। ভারতীয় ব্যাঙ্কগুলিতে এবার নতুন করে সাইবার হামলা। জানা গিয়েছে এর জেরে প্রায় ৩০০টি ব্যাঙ্কের পেমেন্ট সিস্টেমে বড় প্রভাব পড়েছে।
সূত্রের খবর, এই র্যানসমওয়্যার আক্রমণের জেরে ওই ব্যাঙ্কিং সিস্টেমগুলিকে সাময়িকাবে বন্ধ করে দিতে হয়েছে। যদিও বিষয়টি নিয়ে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) তরফে কোনও মন্তব্য করা হয়নি। এই সাইবার হামলার ফলে দেশে ছোট ব্যাংকগুলিতে ব্যাঙ্কিং প্রযুক্তি সিস্টেম সরবরাহকারী সি-এজ টেকনোলজিসকে প্রভাবিত করেছে। বুধবার রাতে এই হামলার ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে দেশের ছোট ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যাঙ্কিং কার্যক্রম বন্ধ হয়ে যায়। এটিএম থেকে টাকা তুলতে না পারার অভিযোগও শোনা যায় । একই সঙ্গে ইউপিআই থেকে টাকা ট্রান্সফার করার ক্ষেত্রেও সমস্যার মুখে পড়তে হয়। সূত্রের খবর, প্রযুক্তিগত ত্রুটির প্রভাব পড়েছে সমবায় ব্যাঙ্ক এবং গ্রামীণ অঞ্চলের ব্যাঙ্কগুলির গ্রাহকদের উপর, যাঁরা এসবিআই এবং টিসিএস যৌথ উদ্যোগ সি-এজ টেকনোলজিসের উপর নির্ভরশীল।
সূত্রের খবর, গত দু-দিন ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছে সি-এজ টেকনোলজিস। সিস্টেম ব্রিচ ধরা পড়েছিল। এমতাবস্থায় বড় পেমেন্ট সিস্টেম রক্ষায় সি-এজ সিস্টেমকে বিচ্ছিন্ন করতে হয়েছে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হয়েছে।
কী এই Ransomware?
এই Ransomware এক ধরনের ম্যালওয়্যার যা আপনার কম্পিউটারে প্রবেশ করে সবকিছুর এক্সেস পেয়ে যায়। এটি আপনার সমস্ত ফাইল এনক্রিপ্ট করে। এরপর তথ্য এবং অ্যাক্সেস ফেরত ফেরানোর জন্য মুক্তিপণ দাবি করে।
NPCI-র তরফে আপাতত জানানো হয়নি যে কখন পরিষেবা ঠিক হবে। যে যে ব্যাঙ্ককে ওই সংস্থা পরিষেবা প্রদান করে, সেইসব ব্যাঙ্কের পেমেন্ট সার্ভিস পাওয়া যাবে না।
আরও পড়ুন, শক্তিশালী নিম্নচাপে আবহাওয়ায় তুমুল বদল, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে