Rs 50 Note: ৫০ টাকার নোট নিয়ে বড় আপডেট ! কী জানাল RBI ?
RBI Big Update: ৫০ টাকার নোট নিয়ে বড় আপডেট দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। একটি বিবৃতি প্রকাশ করেছে এই কেন্দ্রীয় ব্যাঙ্ক। কী জানা গেল ?

RBI Update: গত বুধবার ভারতের রিজার্ভ ব্যাঙ্ক বড় ঘোষণা দিয়েছে। মুদ্রানীতির বৈঠকের পরে পরেই রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর জানিয়েছেন যে এবার কেন্দ্র সরকারের (RBI Update) পক্ষ থেকে বাজারে আনা হবে নতুন ৫০ টাকার নোট। এই নোটে থাকবে রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর সঞ্জয় মলহোত্রার স্বাক্ষর। ২০২৪ সালের ডিসেম্বর মাসে গভর্নর পদে (New 50 Rupee Note) আসীন হন সঞ্জয় মলহোত্রা, প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসের কর্মজীবনের মেয়াদ শেষ হয়।
রিজার্ভ ব্যাঙ্কের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, 'মহাত্মা গান্ধীর নতুন সিরিজের ৫০ টাকার নোটের ডিজাইন একইরকম থাকবে, কোনো বদল সেভাবে হবে না নোটে।' এতদিন পর্যন্ত যে ৫০ টাকার নোট বাজারে চালু ছিল রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদনে, সেই নোটগুলি চলবে একইভাবে। সেগুলি বাতিল হচ্ছে না আইনি টেন্ডার অনুযায়ী।
নতুন ৫০ টাকার নোটের ডিজাইনে কোনো বদল আসছে না। সুরক্ষা ও জাল ঠেকাতে যে যে চিহ্ন রয়েছে বর্তমান ৫০ টাকার নোটে, তা একই থাকবে। নোটের সামনের দিকে থাকবে মহাত্মা গান্ধীর ছবি এবং পিছনের দিকে থাকবে সাংস্কৃতিক ইতিহাসের কোনো মোটিফ। একমাত্র বদল বলতে এই নোটে এবার থেকে নতুন গভর্নর সঞ্জয় মলহোত্রার স্বাক্ষর থাকবে। রিজার্ভ ব্যাঙ্ক নিশ্চিত করেছে যে অন্য কোনো বদল আসছে না এই নোটে। মুদ্রা বণ্টনের নীতিতে স্বচ্ছ্বতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাঙ্ক এও নিশ্চিত করেছে যে পুরনো সমস্ত ৫০ টাকার নোট একইভাবে কার্যকর ও বৈধ থাকবে বাজারে। নতুন গভর্নরের স্বাক্ষর করা নোটও চলবে একইভাবে। ফলে সাধারণ মানুষ, ব্যবসায়ীদের আর্থিক লেনদেনে কোনো সমস্যা হবে না।
রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী যখন যিনি গভর্নর পদে থাকেন তার স্বাক্ষর থাকে ব্যাঙ্ক নোটে। যেমন ৫০ টাকার নোটে প্রথম ২০১৬ সালে স্বাক্ষর আসে গভর্নর উরজিত পটেলের। তার আগে ২০০৪ সালে এই নোটে স্বাক্ষর ছিল ওয়াই ভি রেড্ডির।
সঞ্জয় মলহোত্রা পরবর্তী ৩ বছরের জন্য রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর নিযুক্ত হয়েছেন। তার আগে শক্তিকান্ত দাস মোট ৬ বছর এই পদে কর্মরত ছিলেন। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের পদে আসীন হওয়ার আগে সঞ্জয় মলহোত্রা ভারতের রাজস্ব সচিব ছিলেন।
আরও পড়ুন: Paytm Money: নিয়ম লঙ্ঘনের অভিযোগ, সেবিকে ৪৫.৫ লক্ষ জরিমানা দিল Paytm Money; এবার দাম বাড়বে শেয়ারের ?





















