Paytm Money: নিয়ম লঙ্ঘনের অভিযোগ, সেবিকে ৪৫.৫ লক্ষ জরিমানা দিল Paytm Money; এবার দাম বাড়বে শেয়ারের ?
SEBI Violation Case: সেবির সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল মূলত তিনটি কারণে এই নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল। আর এই মামলার নিষ্পত্তিতেই এত লক্ষ টাকা দিতে হল পেটিএম মানিকে।

Paytm: সেবির নিয়মভঙ্গ করেছিল পেটিএম মানি, প্রযুক্তিগত সমস্যার ফ্রেমওয়ার্ক নিয়ে একটি গোলযোগ চলছিল। আর এবারে সেই মামলার নিষ্পত্তি করতে ৪৫.৫ লক্ষ টাকা সেবিকে জমা দিল পেটিএম মানি। ১৩ ফেব্রুয়ারি জারি হয়েছে এই সেটলমেন্ট অর্ডার। সিকিউরিটিজ এবং এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি (SEBI Order) জানিয়েছে যে এর আগে ২০২৪ সালের ২৪ জুলাই স্টক ব্রোকার সংস্থা পেটিএম মানির (Paytm Money) বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের আরোপ আনা হয়েছিল।
মূলত সেবির সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল মূলত তিনটি কারণে এই নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে প্রথমে রয়েছে পেটিএম মানি সংস্থার অধীনে থাকা সমস্ত ক্রিটিকাল অ্যাসেটের ক্ষেত্রে ৭০ শতাংশ সময়মাফিক বিজ্ঞপ্তি দেওয়ার সীমা বেঁধে দেওয়া ছিল না। দ্বিতীয়ত ইনস্পেকশন পিরিয়ডে ডকুমেন্টারি প্রমাণ জমা করা হয়নি। আর সবশেষে, ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত লাইভ ডিআর ড্রিল না চালু করা। ডিআর ড্রিলের মানে হল ডিজাস্টার রিকভারি ড্রিল।
এমনকী জানা গিয়েছে এই মামলার বিচারের কার্যক্রম জারি থাকা অবস্থাতেই স্টক ব্রোকার পেটিএম মানি (Paytm Money) ১৭ সেপ্টেম্বর তারিখে একটি আবেদনের মাধ্যমে আইনের তথ্য ও উপসংহারের ফলাফলগুলিকে স্বীকার বা অস্বীকার না করেই প্রক্রিয়া নিষ্পত্তি করার প্রস্তাব দিয়েছিল। এর আগে ১৮ নভেম্বর ২০২৪ তারিখে হাই পাওয়ারড অ্যাডভাইজরি কমিটির বৈঠকে সমস্ত সেটলমেন্টের নিয়ম-বিধি বিবেচনা করে এই মামলাকে নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে নিষ্পত্তি করানোর প্রস্তাবে অনুমোদন দেয়।
গত বছর অক্টোবর মাসে নতুন গ্রাহক নেওয়ার জন্য মিলেছিল অনুমোদন। পেটিএমের প্যারেন্ট সংস্থা ওয়ান ৯৭ কমিউনিকেশনস লিমিটেড ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে অনুমোদন পেয়েছিল গত বছরেই। এবার থেকে পেটিএম তার সঙ্গে নতুন ইউপিআই ব্যবহারকারী জুড়তে পারবে। অনেক মাস আগেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই বিষয়েই নিষেধাজ্ঞা আরোপ করেছিল পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের উপরে। সেই কারণে সংস্থার ব্যবসা বহুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার সেই নিষেধাজ্ঞা উঠে মিলল বড় স্বস্তি। এনপিসিআই সম্প্রতি পেটিএম লিমিটেডের সিইও এবং চিফ এক্সিকিউটিভ বিজয় শেখর শর্মাকে একটি চিঠি পাঠিয়েছে। সেই চিঠিতে এনপিসিআই-এর প্রধান দিলীপ অ্যাসবে জানান যে পেটিএম এবার থেকে নতুন ইউপিআই গ্রাহকদের নিজের প্ল্যাটফর্মে জুড়তে পারবে।
আরও পড়ুন: New Income Tax Bill: সংসদে পেশ হল নয়া আয়কর বিল, ট্যাক্সের খোল নলচে বদলে গেল ? জানুন ১০ বড় বিষয়
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
