RBI on Cryptocurrencies: ‘ক্রিপ্টোকারেন্সি জুয়া ছাড়া কিছু নয়, নিষিদ্ধ রাখাই বুদ্ধিমানের কাজ’, মন্তব্য RBI কর্তার
RBI on Cryptocurrencies: টি রবিশঙ্করের কথায়, ‘‘ভারতের কাছে ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ রাখাই বুদ্ধিমানের কাজ হবে। অর্থনীতি ব্যবস্থা থেকে ক্রিপ্টোকারেন্সিকে দূরে রাখতে হবে।’’
নয়াদিল্লি: অনলাইন লেনদেনের পাশাপাশি ভারতে জনপ্রিয়তা পাচ্ছে ডিজিটাল মুদ্রা ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrencies)। সংসদের বাজেট অধিবেশনেও (Union Budget 2022) তার উল্লেখ পাওয়া গিয়েছে। কিন্তু ভারতের মতো দেশে, যেখানে ভুঁইফোড় চিটফান্ড সংস্থা থেকে পঞ্জি স্কিমের (Ponzi Schemes) ফাঁদে সর্বস্ব হারানোর নজির রয়েছে সাধারণ মানুষের, সেখানে ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ রাখাই বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India/RBI) ডেপুটি গভর্নর টি রবিশঙ্কর (T Rabi Sankar)। তাঁর মতে, পঞ্জি স্কিমের সঙ্গে কোনও ফারাক নেই ক্রিপ্টোকারেন্সির। বরং ক্রিপ্টোকারেন্সিকে তার থেকেও খারাপ বলা যায়।
সোমবার দেশের ব্যাঙ্ক সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করেন টি রবিশঙ্কর। সেখানেই ডিজিটাল মুদ্রার (Digital Currency) বিরুদ্ধে সওয়াল করতে শোনা যায় তাঁকে। বলেন, ‘‘ক্রিপ্টো প্রযুক্তির লক্ষ্যই হল মুদ্রা ব্যবস্থায় সরকারি নিয়ন্ত্রণের ফাঁক গলে ঢুকে পড়া। প্রচলিত অর্থব্যবস্থাকে পাশ কাটাতেই এই ডিজিটাল মুদ্রার উৎপত্তি। তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোনো প্রয়োজন। ক্রিপ্টোকারেন্সিকে মুদ্রা, সম্পত্তি বা পণ্যের এক্তিয়ারে ফেলা সম্ভব নয়। এর মধ্যে অন্তর্নিহিত নগদের জোগান নেই। নেই সহজাত মূল্যও। তাই পঞ্জি স্কিমের থেকে একে আলাদা করা অসম্ভব। বরং পঞ্জি স্কিমের থেকেও খারাপ বলা চলে।’’
টি রবিশঙ্করের কথায়, ‘‘ভারতের কাছে ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ রাখাই বুদ্ধিমানের কাজ হবে। অর্থনীতি ব্যবস্থা থেকে ক্রিপ্টোকারেন্সিকে দূরে রাখতে হবে।’’ অন্যথায় দেশের অর্থনীতির নিয়ন্ত্রণ সরকারের হাতের বাইরে চলে যাবে এবং মুদ্রা ব্যবস্থা, ব্যাঙ্কিং ক্ষেত্র পুরোপুরি ধ্বংস হয়ে যাবে বলে মত তাঁর। তিনি জানান, পঞ্জি স্কিমের আওতায় অন্তত লাভ উঠে আসার সম্ভাবনা রয়েছে এমন সম্পত্তিতে বিনিয়োগ করা যায়, ক্রিপ্টো জুয়া ছাড়া কিছু নয়।
আরও পড়ুন: LIC IPO Update: ধসের বাজারে আসবে LIC IPO ? এই বিষয়গুলির ওপর নির্ভর করছে সব
সম্প্রতি বাজেট অধিবেশনে ডিজিটাল মুদ্রায় লেনদেনের ক্ষেত্রে সরকার মোটা অঙ্কের কর বসানোর প্রস্তাব দেওয়ার পর থেকেই ভারতে ক্রিপ্টোকারেন্সির বৈধতা পাওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়। যদিও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, এখনই ক্রিপ্টোকারেন্সিকে বৈধতা দেওয়া বা নিষিদ্ধ করার কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি। আলাপ-আলোচনা করে তবেই চূড়ান্ত ফয়সলা হবে। তবে এর আগে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসও ক্রিপ্টকারেন্সি নিয়ে সতর্কবার্তা দিয়েছিলেন। জানিয়েছিলেন, ক্রিপ্টোকারেন্সির কোনও মূল্যই নেই। তাই বিনিয়গের আগে ঝুঁকি বুঝে তবেই এগন উচিত।