RBI Monetary Policy: ফের বাড়বে ইএমআই ? রেপো রেট নিয়ে নতুন সিদ্ধান্ত , রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি ঘোষিত
RBI LIVE: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank) আজ 6 অক্টোবর তার চতুর্থ দ্বি-মাসিক মুদ্রানীতি ঘোষণা করেছে।
RBI LIVE: আগের রেপো রেট বজায় রাখল রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank) । এবারও ৬.৫ রেপো রেট রাখল কেন্দ্রীয় ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস শুক্রবার এই ঘোষণা করেছেন।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank) আজ 6 অক্টোবর তার চতুর্থ মুদ্রানীতি ঘোষণা করেছে। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের (Shaktikanta Das) নেতৃত্বে মুদ্রানীতি কমিটির (MPC) তিন দিনের বৈঠক বুধবার, 4 অক্টোবর থেকে শুরু হয়েছিল, আজ শুক্রবার যার ফলাফল ঘোষণা হয়েছে।
প্রথম থেকেই কেন্দ্রীয় ব্যাঙ্ক রেপো রেট 6.50% এ অপরিবর্তিত রাখবে বলে আশা করা হয়েছিল। অর্থনীতিবিদরাও আশা করেছিলেন, এই অবস্থানে কোনও পরিবর্তন হবে না, কারণ আরবিআই বাজারে লিকুইডিটি বজায় রাখবে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) গভর্নর শক্তিকান্ত দাস এই সপ্তাহের শুরুতে শুরু হওয়া দুদিনের পর্যালোচনার পরে আজ 2023-24 অর্থবছরের চতুর্থ আর্থিক নীতির সিদ্ধান্ত আজ জানিয়েছেন। ডি-স্ট্রিটের বাজার বিশ্লেষক এবং অর্থনীতিবিদরা আশা করেছিলেন, কেন্দ্রীয় ব্যাঙ্ক ভারতের মুদ্রাস্ফীতি হার অপরিবর্তিত রাখবে এবং নীতির অবস্থান বজায় রাখবে।
বেশিরভাগ অর্থনীতিবিদ অনুমান করেন যে RBI তার মূল রেপো রেট 6.50 শতাংশে অপরিবর্তিত রাখবে MPC বৈঠকের পরে, মাত্র কয়েকজন 25 বেসিস পয়েন্ট বৃদ্ধির আশা করেছিলেন। বিশ্লেষকরাও আশা করেন না যে, কেন্দ্রীয় ব্যাঙ্ক 'আবাসন প্রত্যাহার' থেকে তার অবস্থান পরিবর্তন করবে। আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দামের সাম্প্রতিক বৃদ্ধি আগামী ত্রৈমাসিকে ভারতের মুদ্রাস্ফীতির অনুমানগুলিতে MPC-এর ফোকাস রাখতে পারে।
আজ দেশের ৪ অন্যতম বড় শহরগুলির মধ্যে চেন্নাইয়ে পেট্রোল-ডিজেলের (Petrol and Diesel Price Price) দাম বদল হয়েছে। তবে দেশের একাধিক শহরে জ্বালানির দরে হেরফের এসেছে। এদিন আগ্রা, আমেদাবাদ, আজমির, অন্ধ্রপ্রদেশ, অরুণাচলপ্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়ে জ্বালানির গ্রাফে (Petrol and Diesel Price Graph) বদল ধরা পড়েছে। তবে সব জায়গায় শুধু জ্বালানির দাম বৃদ্ধি নয়, দাম কমেছে একাধিক জায়গায়। আজ কলকাতা-সহ সারা দেশে পেট্রোল-ডিজেলের (Petrol and Diesel Price) দাম কী ? চলুন জেনে নেওয়া যাক।
আজ জ্বালানির দর বেড়েছে কোন কোন শহরে ?
৬ অক্টোবার আমেদাবাদ, আজমির, অন্ধ্রপ্রদেশ জ্বালানির দর বেড়েছে। আহমেদাবাদে ১২ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ৯৬ টাকা ৪৯ পয়সা এবং ডিজেলের দামে ১২ পয়সা বেড়ে হয়েছে ৯২ টাকা ২৩ পয়সা। আজমিরে পেট্রোল ও ডিজেলের দামে ১৩ পয়সা এবং ১২ পয়সা বেড়ে ১০৮ টাকা ২০ পয়সা এবং ৯৩ টাকা ৪৭ পয়সা হয়েছে। অন্ধ্রপ্রদেশ ৭৮ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ১১১ টাকা ৬৬ পয়সা এবং ডিজেলের দামে ৭৩ পয়সা বেড়ে হয়েছে ৯৯ টাকা ৪২ পয়সা।