RBI Website Crashes: দু'হাজারের নোটবাতিলের খবরের জের, আচমকাই ক্র্যাশ করল রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইট
Reserve Bank of India: এই খবর প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় ব্যাঙ্কের সিদ্ধান্তের খবর পেতে ওয়েবসাইটে ভিড় জমতে শুরু করে। সেই সময় আচমকাই ক্র্যাশ করে যায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটটি।
![RBI Website Crashes: দু'হাজারের নোটবাতিলের খবরের জের, আচমকাই ক্র্যাশ করল রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইট RBI Website Crashes After Reserve Bank of India Withdrawing Rs 2000 Currency Notes Circulation RBI Website Crashes: দু'হাজারের নোটবাতিলের খবরের জের, আচমকাই ক্র্যাশ করল রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইট](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/19/155fac00d64fa01999ca1e70e713332a1684512604258223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়া দিল্লি: ফিরতে চলেছে নোটবন্দির স্মৃতি? এবার মোদি সরকারের 'মিনি নোটবন্দি'। চালু করেও এবার বাতিলের পথে ২ হাজার টাকার নোট। এই খবর প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় ব্যাঙ্কের সিদ্ধান্তের খবর পেতে ওয়েবসাইটে ভিড় জমতে শুরু করে। সেই সময় আচমকাই ক্র্যাশ করে যায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটটি।
এই খবরের সত্যতা ও বিস্তারিত জানতে rbi.org.in-এ প্রবেশের চেষ্টা করেন গ্রাহকরা। কিন্তু ট্রাফিকের জেরে ক্র্যাশ হয়ে যায় পেজটি।
এই ঘোষণার পরই এএটিএম এবং পেট্রোল পাম্পেও ভিড় দেখা যায়। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দেয়, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকবে ২ হাজার নোট। পয়লা অক্টোবর থেকে এটির আর কোনও মূল্য থাকবে না। অর্থাৎ চালু হওয়ার ৭ বছরের মধ্যে বাতিল করতে হল ২ হাজার টাকার নোট।
এর আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছিলেন, 'RBI-এর বার্ষিক রিপোর্ট অনুসারে, ২০১৯-২০ সাল থেকে ২০০০ টাকার নোটের সরবরাহের জন্য কোনও চাহিদা নেই। এর আগে ২০২১ সালের ডিসেম্বরেও, সরকার সংসদে জানিয়েছিল যে ২০১৮-১৯ সাল থেকে ২০০০ টাকার নোট ছাপানোর জন্য কোনও নতুন আদেশ দেওয়া হয়নি, তাই ২০০০ টাকার নোটের সংখ্যা হ্রাস পেয়েছে।
কীভাবে পুরনো নোট বদলাবেন ?
এখন পর্যন্ত যে নিয়ম রয়েছে, সেই অনুযায়ী, ব্যাঙ্কে আপনি পুরনো নোট বদলাতে গেলে প্রথমে একটি নির্দিষ্টি ফর্ম্যাটে আপনার কাছে কিছু তথ্য চাইবে। তা পূরণ করতে হবে। এরপর নিজের বৈধ পরিচয়পত্রের একটি ফটো কপি জমা করতে হবে আপনাকে।
এ ব্যাপারে সতর্ক থাকুন, আপনি যখন নিজের সচিত্র পরিচয়পত্র ব্যাঙ্কে বা পোস্ট অফিসে জমা করবেন, তাতে উল্লেখ করে দেবেন পুরনো নোট পাল্টানোর জন্য তা জমা করা হচ্ছে। সঙ্গে তারিখ উল্লেখ করে দেবেন। এই বিষয়টি নিশ্চিত করুন যে, আপনার পরিচয়পত্রটির যাতে কোনও অপব্যবহার না হয়।
আপনি আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আই়ডি কার্ড, পাসপোর্ট, NREGA কার্ড , PAN কার্ড বা অন্য কোনও আইডি কার্ড যা সরকার ইস্যু করেছে, তা জমা করতে পারেন।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফর্ম্যাট অনুযায়ী আপনাকে একটি রিক্যুইজিশন স্লিপ পূরণ করতে হবে।
পুরনো নোট পরিবর্তন করতে গেলে আপনাকে আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেখানে যেতে হবে। যদি আপনি ৪ হাজার টাকা পর্যন্ত ক্যাশ টাকার পরিবর্তন করতে চান, তাহলে যে কোনও ব্যাঙ্কে পরিচয়পত্র নিয়ে যেতে পারেন। কিন্তু, যদি এই পরিমাণটা (পুরনো নোট) বেশি হয়, তাহলে ব্যক্তিপিছু ৪ হাজার টাকা (নতুন নোট) পর্যন্ত পাবেন। তাতে আপনার টাকার পরিমাণ যা-ই হোক। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা জমা পড়ে যাবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)