Renault Cars Update: হাইড্রোজেন কনসেপ্ট কার আনছে রেনোঁ, সাধারণ গাড়ির থেকে কোথায় আলাদা ?
Renault New Concept Hydrogen Car: শীঘ্রই ভারতের রাস্তায় দেখা যাবে হাইড্রোজেন চালিত গাড়ি ? ইতিমধ্যেই গাড়ির কনসেপ্ট ডিজাইনের টিজার বাজারে এনেছে ফরাসী গাড়ি নির্মাতা কোম্পানি রেনোঁ।
Renault New Concept Hydrogen Car: আর বেশিদিন নেই। শীঘ্রই ভারতের রাস্তায় দেখা যাবে হাইড্রোজেন চালিত গাড়ি ? ইতিমধ্যেই গাড়ির কনসেপ্ট ডিজাইনের টিজার বাজারে এনেছে ফরাসী গাড়ি নির্মাতা কোম্পানি রেনোঁ।
Renault Cars Update: অটো সাইটগুলির রিপোর্ট সত্যি হলে, ২০২২-এর মে মাসে প্রকাশ্যে দেখা যেতে পারে এই গাড়ি। এটি কোম্পানির প্রথম হাইড্রোজেন কার হতে চলেছে। যার লক্ষ্য কার্বন নিঃসরণ কমানো। টিজার সামনে এলেও রেনোঁর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কনসেপ্ট কার সম্পর্কে এখনও গাড়ি সম্পর্কে তেমন কোনও তথ্য দেওয়া হয়নি।
Renault Concept Hydrogen Car: দেখতে কেমন হবে গাড়ি ?
টিজার ফটোতে নতুন হাইড্রোজেন কনসেপ্ট কার সম্পর্কে তেমন কিছু জানানো হয়নি। তবে এর সামনের চেহারা কিছুটা হলেও ডিজাইনের বিষয়ে ইঙ্গিত দিচ্ছে। এতে গাড়ির এলইডি হেডলাইট দেখা যাচ্ছে। কনসেপ্ট কারটি দেখতে কোম্পানির ইলেকট্রিক কার মেগানের মতো। এই কনসেপ্ট গাড়িতে মেগান ইভির মতো একটি পাতলা হেডলাইট ক্লাস্টার ছাড়াও ক্রসওভার-এর মতো কাঠামো রয়েছে।
Renault Cars Update: ক্যামেরা থাকছে কাচে
রেনোঁ কনসেপ্ট কারের সাইড মিররে সাধারণ কাচের পরিবর্তে ক্যামেরা থাকছে। যদিও এখনই এই নিয়ে কিছু প্রকাশ করেনি কোম্পানি। আপাতত এই কনসেপ্ট কার দেখতে আরও তিন মাস অপেক্ষা করতে হবে। ততক্ষণ পর্যন্ত কেবল এই নিয়ে জল্পনা বাড়বে। তবে এই গাড়িতে আয়নার পরিবর্তে ক্যামেরা থাকলে তা হবে অনন্য বৈশিষ্ট্য। তবে এটি একটি বিলাসবহুল বৈশিষ্ট্য হবে যা সাধারণ গাড়িতে থাকে না। কেবল প্রিমিয়াম সেগমেন্টের লাক্সারি কারে এই স্পেকস দেখা যায়।
Renault Cars Update: কোম্পানির ইভি প্ল্যান
এই হাইড্রোজেন গাড়ি ছাড়াও কোম্পানির আরও একটি নতুন পরিকল্পনা রয়েছে। Renault 2030 সালের মধ্যে তার সম্পূর্ণ লাইনআপকে বৈদ্যুতিক গাড়িতে বদলে ফেলার পরিকল্পনা করেছে।
পেট্রোল-ডিজেল গাড়ি কি বন্ধ হয়ে যাবে ?
আসন্ন হাইড্রোজেন গাড়ির টিজার প্রকাশ করে রেনোঁ বলেছে, আগামী দিনে ডি-কার্বনাইজেশনের দিকে যাত্রা করবে কোম্পানি। পাশাপাশি পুরোনো পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী গাড়িতে ব্যবহার করা হবে। নতুন পরিকল্পনার অংশ হিসাবে রেনোঁ এখন পেট্রল বা ডিজেলে গাড়ি কমানোর লক্ষ্য নিয়েছে।