RIL-Jio demerger: কাল বাজারের 'বড়দিন', রিলায়েন্স শেয়ারের জন্য বিশেষ প্রি-ওপেন সেশন, কী ঘটবে ?
Share Market: বৃহস্পতিবার বদলে যেতে পারে আপনার ভাগ্য। স্টক মার্কেটের (Stock Market) অন্যতম বড় কোম্পানির জন্য বদলাচ্ছে নিয়ম।
Share Market: বৃহস্পতিবার বদলে যেতে পারে আপনার ভাগ্য। স্টক মার্কেটের (Stock Market) অন্যতম বড় কোম্পানির জন্য বদলাচ্ছে নিয়ম। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) ঘোষণা করেছে,২০ জুলাই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জন্য একটি বিশেষ প্রি-মার্কেট সেশন পরিচালনা করবে তারা। যার আর্থিক পরিষেবা ব্যবসা রিলায়েন্সের থেকে রিলায়েন্স স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টস লিমিটেড আলাদা বা ডিমার্জারের কারণেই নেওয়া হয়েছে এই উদ্যোগ।
Sensex: তবে শুধু ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ নয়, বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) আরও ঘোষণা করেছে যে জিও ফিনান্সিয়ালকে এসএন্ডপি বিএসই সূচকের ১৮টিতে যুক্ত করা হবে। এসএন্ডপি বিএসই সেনসেক্সে ২০ জুলাই থেকে শুরু হওয়া তিন দিনের সেশনে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জন্য বিশেষ প্রি-ওপেন সেশন রাখবে।
Reliance: সকালে কখন হবে এই সেশন ?
স্টক এক্সচেঞ্জের তরফে জানানো হয়েছে,আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯-১০ পর্যন্ত হবে এই কল অকশন সেশন। মূল্য নির্ধারণ করতেই এই বিশেয সেশনের আয়োজব করেছে স্টক এক্সচেঞ্চ। যেখানে রিলায়েন্সের জন্য অকশন চলবে। এই নির্দিষ্ট সময়ে বিনিয়োগকারীরা কল প্লেস, ক্যান্সেল অথবা বদল বা 'মডিফাই' করতে পারবে।
Nifty: কী হবে এই সময়ে ?
সকালে ১০টায় সেশনের স্বাভাবিক লেনদেন শুরু হওয়ার আগে যে দামে সবথেকে বেশি বিড বা দর ডাকা হবে, সেই দরকেই স্টকের ওপেনিং প্রাইস হিসাবে ধরা হবে। RIL-এর আজকের মূল্য বাজার শেষের সময় NSE-তে ১.১৫ শতাংশ বেড়ে ২,৮৫৩ টাকা হয়েছে। মনে রাখবেন, কাল বিশেষ অধিবেশন চলাকালীন পাওয়া মূল্য ও আজকের ক্লোজিং প্রাইসের পার্থক্যের ওপর নির্ভর করে জিও ফিন্যাল্সিয়ালের 'কসন্ট্যান্ট প্রাইস' ধরা হবে।
Share Market: বিনিয়োগকারীদের আস্থা জুগিয়ে বেড়েই চলেছে বাজার। বুধবারও শক্তি দেখিয়েছে ইন্ডিয়ান স্টক মার্কেট (Stock Market)। বাজার খুলতেই নিফটি ও সেনসেক্স (Sensex) নতুন রেকর্ড গড়েছে। সেনসেক্স 67,083.42 পয়েন্টের সর্বকালের সেরা উচ্চতা স্পর্শ করেছে। পিছিয়ে থাকেনি নিফটি (Nifty)। নতুন ঐতিহাসিক স্তর স্পর্শ করেছে এই সূচক।
Nifty: আজ নিফটি নতুন রেকর্ডের উচ্চতা ছুঁয়েছে
আজ বাজার খোলার সঙ্গে সঙ্গে নিফটি নতুন রেকর্ড উচ্চতায় ছুঁয়েছে এবং 19,828.90 পয়েন্টের উচ্চতা ছুঁয়েছে। নিফটি এই প্রথম একটি নতুন রেকর্ড উচ্চতা স্পর্শ করেছে। পাশাপাশি সেনসেক্সও নতুন উচ্চতা স্পর্শ করেছে।
Sensex: কী অবস্থা বাজারের ?
আজ শেয়ার বাজার খোলার সময়, BSE-এর 30-শেয়ারের সূচক সেনসেক্স 109.87 পয়েন্ট বা 0.16 শতাংশ লাফ দিয়ে 66,905.01-এ খোলে। এটি ছাড়াও, NSE এর নিফটি 53.70 পয়েন্ট বা 0.27 শতাংশ বৃদ্ধির সঙ্গে 19,802.95-তে খুলেছে।
আরও পড়ুন: Loan: তিন মাসের বেশি EMI দেননি, কী হতে পারে জানেন ?