Royal Bank Canada CFO Fired: ব্যাঙ্কের কর্মীর সঙ্গে 'গোপনে সম্পর্ক'! এই ব্যাঙ্কের মহিলা সিএফও সাসপেন্ড, কে এই নাদিন আন ?
Nadine Ahn: রয়্যাল ব্যাঙ্ক অফ কানাডার (আরবিসি) প্রধান নাদিন আনকে (Nadine Ahn) শুক্রবার 'অসদাচরণের' অভিযোগে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
Nadine Ahn: আর্থিক তছরূপের Financial অভিযোগ নেই,কোনও টাকা নয়ছয়ও করেননি, তাসত্ত্বেও বরখাস্ত হতে হল এই ব্যাঙ্কের প্রথম মহিলা চিফ ফিন্যান্সিয়াল অফিসারকে (CFO)। রয়্যাল ব্যাঙ্ক অফ কানাডার (আরবিসি) প্রধান নাদিন আনকে (Nadine Ahn) শুক্রবার অসদাচরণের অভিযোগে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
কী অভিযোগে বরখাস্ত নাদিনকে
ব্যাঙ্ক কর্তৃপক্ষের অভিযোগ, একজন ব্যাঙ্ক কর্মীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রেখে আচরণবিধি ভঙ্গ করেছেন নাদিন। ওই ব্যক্তির পদোন্নতি ও বেতন বৃদ্ধিকে অগ্রাধিকার দিতে পারেন তিনি। যদিও তদন্তের পর নাদিন ও ব্যাঙ্কের ওই ব্যক্তির বিরুদ্ধে কোনও আর্থিক বিবৃতি সংক্রান্ত দুর্নীতি প্রমাণিত হয়নি। যদিও পরবর্তীকালে ব্যাঙ্ক আচরণবিধি ভাঙার জন্য নাদিনকে বরখাস্ত করছে। সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ্য়ে আসতেই শুরু হয়েছে শোরগোল।
জানেন কে এই নাদিন আন ?
১ কানাডার অন্টারিওর টরন্টোতে জন্মগ্রহণ করেন নাদিন। তিনি বিজনেস অ্য়ান্ড কমার্স নিয়ে পড়তে টরন্টো বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। সেই কোর্সের পর তিনি কানাডার চার্টার্ড প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্টস থেকে একটি শংসাপত্রও অর্জন করেন।
২ আন 2002 সালে রয়্যাল ব্যাঙ্ক অফ কানাডায় (RBC) ফান্ড ট্রান্সফার প্রাইসিং ও কর্পোরেট ট্রাজারির সিনিয়র ম্যানেজার হিসেবে যোগদান করেন। পরে, তিনি ব্যাঙ্কের বিভিন্ন পদে বহাল ছিলেন।
৩ 2021 সালে ব্যাঙ্কে প্রথম মহিলা সিএফও হয়েছিলেন নাদিন। তার আগে পাঁচ বছর ধরে রিটেল মানি অ্য়ান্ড ইনভেস্টমেন্ট রিলেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে কাজ করেছিলেন।
৪ RBC-তে CFO হিসাবে তার মেয়াদকালে তিনি কর্পোরেট উন্নয়ন, বিনিয়োগকারীদের সম্পর্ক, কর,ব্যাঙ্কের ব্যবস্থাপনা এবং অর্থের বিভিন্ন বিষয়ের দায়িত্বে ছিলেন। তিনি সম্পদ-দায়িত্ব কমিটির তত্ত্বাবধানও করেছিলেন এবং অন্যান্য নির্বাহীদের সাথে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে RBC-এর কৌশলগত কোর্সের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিলেন।
৫ শোনা যায়, আন ব্যাঙ্কের চিফ এক্সিকিউটিভ ডেভ ম্যাককের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। যদি তা হতো তাহলে তিনি কানাডার কোনও বড় ব্যাঙ্কের প্রথম মহিলা সিইও হতেন।
৬ ব্লুমবার্গের মতে,তিনি 2023 অর্থবর্ষে C$4.1 মিলিয়ন ($3 মিলিয়ন) বেতন বাবদ পেয়েছেন। যার মধ্যে C$650,000 এর বেতন এবং বোনাস এবং মোট C$3.4 মিলিয়নেরও বেশি স্টক বাবদ রয়েছে।
৭ আনকে তাঁর পদ থেকে বরখাস্ত করার পর কোম্পানির নিয়ন্ত্রক এবং ফিন্যান্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্যাথরিন গিবসন এই পদে বসানো হয়েছে ।
Anant Ambani: হঠাৎই বিদেশের শপিং মলে অনন্ত-রাধিকা, চমকে দেবে নিরাপত্তা বহর ! দেখুন ভিডিয়োয়