Royal Enfield EV: রয়্যাল এনফিল্ড আনবে 'ইলেকট্রিক' বাইক ! আগামী বছর হবে লঞ্চ
Bike News: পেট্রোলের দাম আকাশ ছোঁয়ায় এবার ভারতের বাজারেও বাড়ছে বৈদ্যুতিক বাইকের চাহিদা। যে কারণে দু-চাকা ও চার চাকার গাড়ি তৈরির দিকে ঝুঁকছে অটোমোবাইল সংস্থাগুলি।
Bike News: পেট্রোলের দাম আকাশ ছোঁয়ায় এবার ভারতের বাজারেও বাড়ছে বৈদ্যুতিক বাইকের চাহিদা। যে কারণে দু-চাকা ও চার চাকার গাড়ি তৈরির দিকে ঝুঁকছে অটোমোবাইল সংস্থাগুলি। এই গতির সঙ্গে ইতিমধ্যেই নাম জুড়েছে Bajaj Auto, Hero Motorcorp, TVS-এর মতো কোম্পানিগুলি। এবার এই তালিকায় নতুন সংযোজন হতে চলেছে Royal Enfield-এর ইলেকট্রিক বাইক। শোনা যাচ্ছে, কোম্পানি আগামী কিছু মাসের মধ্যে তার প্রথম ইলেকট্রিক বাইক ভারতে লঞ্চ করতে পারে।
দুটি বৈদ্যুতিক বাইকের কাজ চলছে
রয়্যাল এনফিল্ড বর্তমানে দুটি ইলেকট্রিক বাইক নিয়ে কাজ করছে। একটি ইন-হাউস ও একটি অফ-রোড মোটরসাইকেল নিয়ে কাজ করছে কোম্পানি। স্প্যানিশ ইভি স্টার্টআপ 'স্টার্ক মোটরসাইকেল' এই বাইক তৈরি করছে। এটি চার্জ হতে ২ ঘণ্টা সময় নেয় যা প্রায় ৬ ঘণ্টা রাইড দিতে সক্ষম। এর ওজন ১১০ কেজি।
দুটি বাইক আলাদা স্টাইলে লঞ্চ করা হবে
Royal Enfield যে বাইক নিয়ে কাজ করছে, এটি কোম্পানির বাকি ক্রুজার বাইকের মতোই একটি আরামদায়ক বাইক হবে। অন্যদিকে স্টার্ক মোটরসাইকেল দিয়ে তৈরি করা বাইকটি একটি বৈদ্যুতিক অ্যাডভেঞ্চার বাইক হতে পারে। কোম্পানি চেন্নাইয়ের কাছে ভালম ভাদগালে এই বাইকটি তৈরি করবে।
FY-23-এ বিক্রি হওয়া সর্বোচ্চ ইউনিট
কোম্পানিটি 2022-23 অর্থবছরে 8,34,895 ইউনিট বাইক বিক্রি করেছে। যা এখনও পর্যন্ত সবচেয়ে বড় পরিসংখ্যান। একই সময়ে কোম্পানি গত বছর 2022 সালে 6,02,268 ইউনিট বিক্রি করেছিল। ইলেকট্রিক বাইক লঞ্চের পর কোম্পানির বাইকের বিক্রি বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
Keeway India: ভারতের বাজারে আসার পর থেকেই এই ব্র্যান্ড ছিল আলোচনার বিষয়বস্তু। কিওয়ের বাইক কেনার হলে এটাই হতে পারে সেরা সময়। বর্তমানে কোম্পানি দুটি বাইকের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে Keeway K300 N ও K300 R যা ৫৫,০০০ টাকা পর্যন্ত সস্তা হয়েছে।
Bike News: ছাড়ের পর কোন বাইকের কী দাম ?
কোম্পানি দাম কমানোর পর স্ট্রিট ফাইটার K300 N এখন ২.৫৫ লাখে (এক্স-শোরুম) প্রাইসে কেনা যাবে। এর দাম ৩০,০০০ টাকা কমানো হয়েছে। একইভাবে Keeway K300 R-এর দাম ৫৫,০০০ টাকা কমানো হয়েছে। এখন এর দাম ২.৬৫ লাখ (এক্স-শোরুম) রাখা।
Keeway K300 N ও Keeway K300 R দুই বাইক গত বছর ভারতে আত্মপ্রকাশ করে। K300 N একটি স্পোর্টস নেকেড মোটরবাইক। পাশাপাশি K300 R একটি সম্পূর্ণ ফেয়ারিং বাইক। মোটরবাইকগুলি একটি ২০২ সিসি সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিনে চলে। যার মধ্যে আপনি লিকুইড কুল ইঞ্জিন পাবেন। এই বাইক ৭৫০ আরপিএম-এ ২৭.৫ বিএইচপি সর্বোচ্চ শক্তি ও ৭০০০ আরপিএম-এ ২৫ নিউটন মিটার পিক টর্ক উৎপন্ন করে। এটি একটি স্লিপ অ্যাসিস্ট ক্লাচ সহ একটি সিক্স-স্পিড গিয়ারবক্সের সঙ্গে মিলিত হয়।