Keeway K300 Update: কিওয়ের এই বাইকগুলি এখন আরও কম দামে, পাবেন ৫৫ হাজার টাকা পর্যন্ত ছাড়
Keeway India: ভারতের বাজারে আসার পর থেকেই এই ব্র্যান্ড ছিল আলোচনার বিষয়বস্তু। কিওয়ের বাইক কেনার হলে এটাই হতে পারে সেরা সময়। বর্তমানে কোম্পানি দুটি বাইকের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
Keeway India: ভারতের বাজারে আসার পর থেকেই এই ব্র্যান্ড ছিল আলোচনার বিষয়বস্তু। কিওয়ের বাইক কেনার হলে এটাই হতে পারে সেরা সময়। বর্তমানে কোম্পানি দুটি বাইকের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে Keeway K300 N ও K300 R যা ৫৫,০০০ টাকা পর্যন্ত সস্তা হয়েছে।
Bike News: ছাড়ের পর কোন বাইকের কী দাম ?
কোম্পানি দাম কমানোর পর স্ট্রিট ফাইটার K300 N এখন ২.৫৫ লাখে (এক্স-শোরুম) প্রাইসে কেনা যাবে। এর দাম ৩০,০০০ টাকা কমানো হয়েছে। একইভাবে Keeway K300 R-এর দাম ৫৫,০০০ টাকা কমানো হয়েছে। এখন এর দাম ২.৬৫ লাখ (এক্স-শোরুম) রাখা।
Keeway K300 N ও Keeway K300 R দুই বাইক গত বছর ভারতে আত্মপ্রকাশ করে। K300 N একটি স্পোর্টস নেকেড মোটরবাইক। পাশাপাশি K300 R একটি সম্পূর্ণ ফেয়ারিং বাইক। মোটরবাইকগুলি একটি ২০২ সিসি সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিনে চলে। যার মধ্যে আপনি লিকুইড কুল ইঞ্জিন পাবেন। এই বাইক ৭৫০ আরপিএম-এ ২৭.৫ বিএইচপি সর্বোচ্চ শক্তি ও ৭০০০ আরপিএম-এ ২৫ নিউটন মিটার পিক টর্ক উৎপন্ন করে। এটি একটি স্লিপ অ্যাসিস্ট ক্লাচ সহ একটি সিক্স-স্পিড গিয়ারবক্সের সঙ্গে মিলিত হয়।
ডিজাইন ফ্রন্টে দুই বাইকে একটি ট্রেলিস ফ্রেম ব্যবহার করা হয়েছে। যা সামনের দিকে ৩৭ এমএম আপসাইড-ডাউন ফর্ক পাবেন বাইকে। এতে পিছনের দিকে সেন্ট্রাল মনো-শক পাবেন। ব্রেকিং ডিউটি ফোর-পিস্টন ক্যালিপার সহ একটি ২৯২ এমএম ডিস্ক ও একটি সিঙ্গল-পিস্টন ক্যালিপার সহ পিছনে ২২০ এমএম ডিস্কে চলে বাইক দুটি। অফারগুলিতে একটি ডুয়াল-চ্যানেল ABSও রয়েছে দুই বাইকে।
Keeway K300 N ও K300 R মোটরবাইক দুটিই একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সহ আসে। একটি অল-এলইডি আলো রয়েছে বাইকগুলিতে। এছাড়াও অফারে দুটি রাইডিং মোড ও একটি আন্ডার-বেলি এক্সজস্ট পাবেন বাইকে।
Auto News: মেরিডয়ান এনে আগেই ৭ আসনের এসইউভির জগতে তাক লাগিয়ে দিয়েছিল জিপ। এবার এল জিপ মেরিডিয়ান এক্স (Meridian X) । পাশাপাশি আপল্যান্ড স্পেশ্যাল এডিশন শুরু করেছে কোম্পানি।
Jeep India 2023: কত দাম রাখা হয়েছে গাড়ির ?
Meridian X ছাড়াও Upland স্পেশাল এডিশনের দাম সামনে এনেছে কোম্পানি। যার দাম টপ-স্পেক ভেরিয়েন্টের জন্য ৩৩.৪১ লক্ষ থেকে ৩৮.৪৭ লক্ষ টাকা দিতে হবে ক্রেতাকে। ক্রেতার পছন্দের আনুষাঙ্গিক জিনিস পছন্দ করার পরই চূড়ান্ত মূল্য নির্ধারণ করা হবে। মনে রাখবেন, এই সব দাম এক্স-শোরুম ইন্ডিয়া।
আরও পড়ুন : Jeep India: জিপ নিয়ে এল মেরিডিয়ান এক্স, সঙ্গে নতুন আপল্যান্ড স্পেশ্যাল এডিশন, জেনে নিন দাম-বৈশিষ্ট্য