Salary Hike: শরীর ফিট থাকলেই বাড়বে বেতন ! নয়া নীতি শুরু করছে ভারতের বহু সংস্থা
Fitness Hike: সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন অনুসারে ভারতের ব্যবসায়িক জগতে একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে ফিটনেস হাইক হিসেবে। ভারতের বহু বড় বড় সংস্থা এই বিষয়টির দিকে নজর দিতে শুরু করেছে।
Fitness Hike: বেসরকারি সংস্থায় কাজের সুযোগ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে কর্মীদের সংখ্যাও। আর এই সমস্ত সংস্থায় একজন কর্মী (Salary Hike) যেমন কাজ করেন, তার বেতনও ততটাই বেড়ে যায়। কিন্তু এখন এই পরিস্থিতি খানিক বদলাতে শুরু করেছে। বিভিন্ন সংস্থায় কর্মীদের শরীর স্বাস্থ্যের অবস্থার উপর বিচার করে বেতন বৃদ্ধির বিষয়টি ভেবে দেখা হয়।
কর্মীদের সুস্বাস্থ্য সংস্থার উন্নতির সহায়ক
সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন অনুসারে ভারতের ব্যবসায়িক জগতে একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে ফিটনেস হাইক হিসেবে। ভারতের বহু বড় বড় সংস্থা এই বিষয়টির দিকে নজর দিতে শুরু করেছে। এই প্রসঙ্গে সংস্থাগুলি চাইছে যাতে কর্মীরা শারীরিকভাবে সক্ষম কর্মঠ থাকার দিকে মনোনিবেশ করে। কর্মীদের ফিট থাকার কারণে টিমের প্রোডাক্টিভিটিও খুব ভাল হবে। এমন ঘটনা প্রায়ই দেখা যায় যে স্বাস্থ্য খারাপ হওয়ার কারণেই বহু কর্মী ছুটি নিয়ে থাকেন। আর তাই সবদিক থেকেই এই ফিটনেস হাইকের ধারণাটি সংস্থার পক্ষে খুবই মুনাফাদায়ক হবে।
এই সংস্থাগুলি আনবে বদল
প্রতিবেদন অনুসারে Deutsche Bank, আদিত্য বিড়লা হেলথ ইনসিওরেন্স, আপগ্রেড, ফিলিপস, থেলস এবং মিশো কর্মীদের পারফরম্যান্স রিভিউর মধ্যে তাদের স্বাস্থ্যের বিষয়টিকেও প্রাধান্য দিয়েছে। অর্থাৎ এই সমস্ত সংস্থাগুলিতে কর্মীদের কাজের সঙ্গে সঙ্গে তাদের স্বাস্থ্যের অবস্থাও বেতন বাড়ানো হবে কিনা তা ঠিক করে দেয়।
কর্মীদের এইসব সুবিধে দেওয়া হচ্ছে
এই ফিটনেস হাইকের জন্য সংস্থার পক্ষ থেকে কর্মীদের বিশেষ কিছু সুবিধেও দেওয়া হচ্ছে। অনসাইট ডায়েট থেকে শুরু করে নিউট্রিশন কনসালট্যান্ট পর্যন্ত সুবিধে দিচ্ছে এই সমস্ত সংস্থা। কিছু কিছু সংস্থা আবার ওয়েলনেস সেশন শুরু করেছে যাতে কর্মীদের মানসিক স্থিতি বজায় থাকে। কর্মীদের হার্টের স্বাস্থ্য ট্র্যাক করার চেষ্টা করছে এখন সংস্থাগুলি।
এই উদ্যোগগুলি নিচ্ছে বেশ কিছু সংস্থা
প্রতিবেদন অনুসারে আদিত্য বিড়লা হেলথ ইনসিওরেন্স এই নতুন অর্থবর্ষ থেকে কর্মীদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টিও তাদের পারফরম্যান্স রিভিউর মাপকাঠি হিসেবে বিচার করছে। সমস্ত কর্মীদের এই নিয়ম মেনে চলতে বলা হচ্ছে। তাদের কেআরএ-তে অন্তত একটি স্বাস্থ্য সংক্রান্ত লক্ষ্যের উল্লেখ করতে হবে। Deustches ব্যাঙ্ক জোর দিচ্ছে কর্মীদের মানসিক স্বাস্থ্যের উপর। মিশোতে শুরু হয়েছে সাপ্তাহিক ওয়েলনেস সেশন।
তথ্যঋণ: এবিপি নিউজ এবং ইকোনমিক টাইমস
আরও পড়ুন: Electric Cars: প্রতি কিমিতে মাত্র ৩.৫ টাকা খরচ, চমকে দেবে এই নয়া ইভির ফিচার্স ও লুক