এক্সপ্লোর
Value of 1 Crore in 2050: যথেষ্ট নয় ১ কোটি, ২০৫০ নাগাদ মূল্য হবে নগণ্য, ভবিষ্যতের সঞ্চয়ে এই ভুল করছেন না তো?
Savings for Future: সময়ের সঙ্গে বদলে যায় টাকার মূল্যও। তাই বুঝেশুনে বিনিয়োগ করুন। ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।
1/11

একসময় লাখপতি হওয়ার স্বপ্নে বিভোর থাকতাম আমরা। এখন অলিগলিতে কোটিপতি রয়েছেন।
2/11

১ কোটি টাকা যদিও এখনও বহু মানুষের স্বপ্ন। ১ কোটি টাকা পেলে জীবন একেবারে সুরক্ষিত বলে মনে করেন তাঁরা।
3/11

কিন্তু আজকের দিনে ১ কোটি টাকার জন্য বিনিয়োগ করলেই কি ভবিষ্যৎ সুরক্ষিত? মুদ্রাস্ফীতির কথা মাথায় রাখলে পরিস্থিতি কিন্তু মোটেই আশাব্যাঞ্জক নয়।
4/11

গোটা পৃথিবীতে মানুষের জীবনযাত্রার মান নির্ধারণ করে মুদ্রাস্ফীতি। আজ ১ হাজার টাকায় যা যা কেনা সম্ভব, আগামী ১৫-২০ বছরে ৫ হাজার টাকাতেও তার সঙ্কুলান না হতে পারে।
5/11

২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের নিরিখে দেশের মুদ্রাস্ফীতির হার ৪.৩১ শতাংশ। ২০২৪ সালের ডিসেম্বর মাসে তা ৫.২২ শতাংশ ছিল।
6/11

যদি মুদ্রাস্ফীতির গড় হার ৫ শতাংশ ধরেই এগোই আমরা, ২০৫০ নাগাদ ১ কোটি টাকার বাজার মূল্য বর্তমানের তুলনায় অনেকটাই কম হবে।
7/11

২০২৫ থেকে ২০৫০, ২৫ বছর পর যদি হাতে ১ কোটি টাকা পাই, সেক্ষেত্রে তার মূল্য হবে আজকের ২৯.৩৬ লক্ষ টাকার সমান। মুদ্রাস্ফীতি যদি ৫ শতাংশের মধ্যে থাকে তবেই। মুদ্রাস্ফীতি যত বাড়বে টাকার মূল্য এবং আপনার ক্রয়ক্ষমতা আরও কমবে।
8/11

তাই আরও ২৫ বছর যদি বাঁচি এবং ভবিষ্যৎ প্রজন্মকে যদি আর্থিক নিরাপত্তা দিতে চাই, সেক্ষেত্রে ১ কোটি টাকা যথেষ্ট হবে না।
9/11

তাই ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে মুদ্রাস্ফীতিকে হিসেবের বাইরে রাখলে চলবে না। আজকের দিনে ১ কোটি টাকা অনেক মনে বলেও, মুদ্রাস্ফীতির জেরে আগামী ২৫ বছরে তা যথেষ্ট হবে না।
10/11

তাই শুধু বিনিয়োগ করলেই হবে না, কোন খাতে বিনিয়োগ করা উচিত, কত টাকা রিটার্ন নিশ্চিত, সেই সবও বোঝা দরকার। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
11/11

ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোনও তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
Published at : 06 Mar 2025 12:59 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
খবর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
