Job Opportunity: এই রাজ্যে ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে স্যামসাং, ব্যাপক নিয়োগ হবে সংস্থায়
Samsung Investment: স্যামসাংয়ের শ্রীপেরুমবুদুর কারখানায় বর্তমানে ২০০০ কর্মী কাজ করেন যা ভারতে এই সংস্থার অপারেশনে বহুলাংশে প্রভাব ফেলে।

Samsung Investment: স্যামসাং ইলেকট্রনিক্স ভারতের এই রাজ্যে ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। কর্মীদের বনধের কয়েক মাস পরেই এই সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং। তামিলনাড়ুতে স্যামসাংয়ের ইউনিট রয়েছে ইতিমধ্যেই, এই রাজ্যেই করা হবে এই নিয়োগ। সেপ্টেম্বর মাসে এই ইউনিটের কর্মীরা হরতাল ডেকেছিলেন, চেন্নাইয়ের কাছে শ্রীপেরুমবুদুর ইউনিটে সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নের ডাকে এই হরতাল চলেছিল টানা কয়েক মাস ধরে। তাদের প্রত্যেকেরই দাবি ছিল কর্মীদের কাজের সময়ে পরিবর্তন এবং বেতন বৃদ্ধি।
এই ইউনিটে তৈরি হয় নিম্নলিখিত পণ্যগুলি
তামিলনাড়ুর শিল্পমন্ত্রী ড. টিআরবি রাজা তাঁর সমাজমাধ্যম এক্স হ্যান্ডলে একটি পোস্টে তাদের রাজ্যে স্যামসাংয়ের এই বিনিয়োগের কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন এই বিনিয়োগের মাধ্যমে রাজ্যে ১০০ কর্মসংস্থান তৈরি হবে। স্যামসাংয়ের ম্যানুফ্যাকচারিং ইউনিটে এই কর্মী নিয়োগ হবে আগামী দিনে। বহু ইলেকট্রনিক্স পণ্য যেমন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, টেলিভিশন ইত্যাদি এই শ্রীপেরুমবুদুরের কারখানায় তৈরি করা হয়। এই ইউনিট থেকেই ২০২২-২৩ সালের মধ্যে ১২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি করা হয়েছে।
দেশের সবথেকে বেশি কারখানা আছে তামিলনাড়ুতেই
২০২১ সালের মে মাস থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত দেশের মধ্যে তামিলনাড়ুতেই সবথেকে বেশি প্রায় ১১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ মিলেছে। এর ফলে অটোমোবাইল, সেমিকন্ডাক্টর, টেকনিক্যাল টেক্সটাইল ইত্যাদি সেক্টরে ৩২ লক্ষ চাকরি হয়েছে মানুষের। এখন তামিলনাড়ুতে রয়েছে ৩১,৫১৭ ম্যানুফ্যাকচারিং ইউনিট যা কিনা ভারতের মধ্যে সবথেকে বেশি। মহারাষ্ট্র এই তালিকায় রয়েছে দ্বিতীয় স্থানে। এই রাজ্যে রয়েছে ২০,৭৩৯টি কারখানা।
স্যামসাংয়ের শ্রীপেরুমবুদুর কারখানায় বর্তমানে ২০০০ কর্মী কাজ করেন যা ভারতে এই সংস্থার অপারেশনে বহুলাংশে প্রভাব ফেলে। সংস্থার তথ্য অনুসারে ২০২২-২৩ সালে এই ইউনিট থেকেই সারা ভারতের মোট ১ লক্ষ কোটি টাকার বিক্রির এক পঞ্চমাংশ করা হয়েছিল।
আইটি সেক্টরে ৪.৫ লক্ষ কর্মসংস্থান হবে
ভারতের আইটি নিয়োগ সেক্টরের সমৃদ্ধি এই বছর আরও ৭-১০ শতাংশ বাড়তে চলেছে। ২০২৫ সালের প্রথমার্ধেই এই বৃদ্ধি লক্ষ্য করা যাবে এবং এর মাধ্যমে এই বছরের মধ্যেই ৪-৪.৫ লক্ষ কর্মসংস্থান হবে দেশের আইটি সেক্টরে, কয়েকদিন আগে এমনটাই জানিয়েছেন এক ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞ। তিনি জানান, 'ভারতের বিভিন্ন অঞ্চলে নিয়োগ ক্রমেই (Jobs in India) অনেকখানি বেড়ে যাবে আগামী দিনে। ২০২৬ সালেও ফ্রেশার নিয়োগের যে মনোভাব তা ইতিবাচক থাকবে। আর এই কারণে এন্ট্রি-লেভেল পদের জন্য ব্যাপক চাহিদা তৈরি হয়েছে বাজারে।'























