SBI FD Rates: স্টেট ব্যাঙ্কের এফডিতে ৭.৬০ শতাংশ সুদ পাবেন না আর, এই মাসেই শেষ সময়সীমা
SBI Amrit Kalash Deposit Scheme: আর কিছুদিন হাতে রয়েছে সুযোগ। চলতি মাসেই শেষ হয়ে যাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম।
SBI Amrit Kalash Deposit Scheme: আর কিছুদিন হাতে রয়েছে সুযোগ। চলতি মাসেই শেষ হয়ে যাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম। গত 15 ফেব্রুয়ারি এই 'অমৃত কলশ ডিপোজিট' চালু করেছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।
SBI FD Rates: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম 'অমৃত কলশ ডিপোজিট'-এ বিনিয়োগ করার এটাই শেষ মাস। সুদের হার বলছে, এই স্কিমে 7.10% পর্যন্ত ইন্টারেস্ট রেট পাওয়া যাবে। অন্যান্য স্থায়ী আমানতের স্কিমগুলির তুলনায় ভাল সুদ পেতে 31 মার্চ, 2023 পর্যন্ত সাবস্ক্রিপশনের শেষ তারিখ। এই স্কিমে 400 দিনের মেয়াদ রেখেছে কর্তৃপক্ষ। দেশের ও NRI উভয় গ্রাহকদের জন্য এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে ।
SBI Amrit Kalash Deposit Scheme: অমৃত কলশ আমানত আপনাকে কত সুদ দেবে?
এই বিশেষ FD-তে 7.10% পর্যন্ত সুদ দিচ্ছে ব্যাঙ্ক। একানে অতিরিক্ত 0.50% প্রবীণ নাগরিকদের জন্য দেওয়া হবে। কর্মচারী ও পেনশনভোগীরা এই সুদের হারে অমৃত কলশে টাকা রাখতে পারবে।
SBI FD Rates: অমৃত কলশ ডিপোজিটের অধীনে কত টিডিএস কাটবে?
SBI-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, ট্যাক্স-ডিডাক্ট সোর্স (TDS) আয়কর আইন অনুযায়ী প্রযোজ্য হারে হবে।
Fixed Deposit: আপনি কীভাবে স্কিমের জন্য সাবস্ক্রাইব করতে পারবেন?
বেশ কয়েকটি অপশনের মাধ্যমে আপনি এই বিশেষ FD-র জন্য আবেদন করতে পারেন। এগুলি হল: ব্যাঙ্কের শাখা/আইএনবি/ইয়োনো চ্যানেল৷ ব্যাঙ্ক এখন 2 বছর থেকে 3 বছরের কম মেয়াদি FD-এর জন্য 6.75% থেকে 7% এবং 3 বছর থেকে 5 বছরের কম সময়ের মধ্যে 6.25% থেকে 6.5% সুদ দিচ্ছে৷
রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বৃদ্ধির পরই বদলে গিয়েছে স্থায়ী আমানতে সুদের চিত্রটা। SBI, HDFC ও ICICI-সহ বেশিরভাগ ব্যাঙ্ক সম্প্রতি ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়িয়েছে। ব্যাঙ্কগুলির এই এফডি রেট বৃদ্ধি প্রবীণ নাগরিকদের জন্য দারুণ সুখবর নিয়ে এসেছে। অবসরকালীন তহবিলের জন্য ব্যাঙ্কের এই ফিক্সড ডিপোজিট তাদের কাছে বিনিয়োগের একটা দুর্দান্ত বিকল্প।
SBI Fixed কত দিনে টাকা দ্বিগুণ স্টেট ব্যাঙ্কে ?
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় প্রবীণ নাগরিকরা 10 বছরের মেয়াদের এফডি বুক করে তাদের অর্থ দ্বিগুণ করতে পারেন। ব্যাঙ্ক বর্তমানে প্রবীণ নাগরিকদের জন্য 7.5% সুদ দিচ্ছে। SBI ওয়েবসাইটের অনলাইন FD ক্যালকুলেটর দেখায় যে 10 বছরে, 50,000 টাকা জমার ম্যাচিওরিটি মূল্য 10 বছরে 1,05,117 টাকা হয়ে যাবে।
SBI, HDFC না ICICI, কোন ব্যাঙ্কের এফডিতে আগে দ্বিগুণ হবে টাকা ?