SBI, HDFC না ICICI, কোন ব্যাঙ্কের এফডিতে আগে দ্বিগুণ হবে টাকা ?
SBI vs HDFC Bank vs ICICI : রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বৃদ্ধির পরই বদলে গিয়েছে স্থায়ী আমানতে সুদের চিত্রটা। SBI, HDFC ও ICICI-সহ বেশিরভাগ ব্যাঙ্ক সম্প্রতি ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়িয়েছে।
SBI vs HDFC Bank vs ICICI Fixed Deposit: রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বৃদ্ধির পরই বদলে গিয়েছে স্থায়ী আমানতে সুদের চিত্রটা। SBI, HDFC ও ICICI-সহ বেশিরভাগ ব্যাঙ্ক সম্প্রতি ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়িয়েছে। ব্যাঙ্কগুলির এই এফডি রেট বৃদ্ধি প্রবীণ নাগরিকদের জন্য দারুণ সুখবর নিয়ে এসেছে। অবসরকালীন তহবিলের জন্য ব্যাঙ্কের এই ফিক্সড ডিপোজিট তাদের কাছে বিনিয়োগের একটা দুর্দান্ত বিকল্প।
Fixed Deposit: দীর্ঘ সময় পরে প্রবীণ নাগরিকদের জন্য ব্যাঙ্কগুলি FD সুদের হার 7.5% ও কিছু ক্ষেত্রে 5 থেকে 10 বছরের দীর্ঘমেয়াদী আমানতে আরও বেশি করেছে৷ এর সঙ্গে ব্যাঙ্ক এফডি-তে টাকা দ্বিগুণ করার সময়ও কমে গেছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), HDFC Bank ও ICICI FD-র মাধ্যমে সিনিয়র নাগরিকদের টাকা দ্বিগুণ করার সুবিদা দিচ্ছে।
SBI Fixed কত দিনে টাকা দ্বিগুণ স্টেট ব্যাঙ্কে ?
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় প্রবীণ নাগরিকরা 10 বছরের মেয়াদের এফডি বুক করে তাদের অর্থ দ্বিগুণ করতে পারেন। ব্যাঙ্ক বর্তমানে প্রবীণ নাগরিকদের জন্য 7.5% সুদ দিচ্ছে। SBI ওয়েবসাইটের অনলাইন FD ক্যালকুলেটর দেখায় যে 10 বছরে, 50,000 টাকা জমার ম্যাচিওরিটি মূল্য 10 বছরে 1,05,117 টাকা হয়ে যাবে।
HDFC Bank Fixed Deposit: কত দিনে টাকা দ্বিগুণ এই ব্যাঙ্কে ?
HDFC ব্যাঙ্কে প্রবীণ নাগরিকরা 10 বছরের মেয়াদের একটি FD বুক করে তাদের অর্থ দ্বিগুণ করতে পারেন। ব্যাঙ্ক বর্তমানে প্রবীণ নাগরিকদের জন্য 7.75% সুদ দিচ্ছে, যা এখানকার তুলনায় তিনটি ব্যাঙ্কের মধ্যে সর্বোচ্চ। অনলাইন এফডি ক্যালকুলেটর দেখায় যে 10 বছরে, 50,000 টাকার ডিপোজিটের ম্যাচিউরিটি মূল্য 10 বছরে 1.07 লক্ষ টাকার বেশি হয়ে যাবে।
ICICI bank Fixed Deposit: এই ব্যাঙ্কে টাকা দ্বিগুণ করতে লাগবে এই সময়
আইসিআইসিআই ব্যাঙ্ক প্রবীণ নাগরিকরা 10 বছরের মেয়াদের একটি এফডি বুক করে তাদের অর্থ দ্বিগুণ করতে পারে। ব্যাঙ্ক বর্তমানে প্রবীণ নাগরিকদের 7.5% সুদ প্রদান করছে। অনলাইন এফডি ক্যালকুলেটর যে 10 বছরে, 50,000 টাকার ডিপোজিটের ম্যাচুরিটি মূল্য 10 বছরে 1.05 লক্ষ টাকার বেশি হয়ে যাবে।
উপসংহার
তিনটি ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের ম্যাচিওরিটির সময় 10 বছরে দ্বিগুণ হলেও HDFC ব্যাঙ্কের FDগুলি অন্য দুটি ব্যাঙ্কের তুলনায় 10 বছরের আমানতে 0.25% বেশি সুদ দেয়। সেই কারণে এই ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের ফিক্সড ডিপোজিটে 10 বছরে 1.07 লক্ষ টাকার বেশি টাকা দিচ্ছে। তাই দেরি না করে এখনই এর সুবিধা নিতে পারেন।
PAN-Aadhaar link: চলতি মাসেই শেষ করতে হবে এই ৫টি টাকা সম্পর্কিত কাজ, না হলে ভুগবেন