SEBI Order: শেয়ার বাজারে মিথ্যে প্ররোচনা, অনৈতিক আয়ের অভিযোগ; প্রাক্তন টিভি সঞ্চালককে ৫০ লক্ষ টাকা জরিমানা সেবির
TV Anchor Hemant Ghai: হেমন্ত ঘাই, তাঁর স্ত্রী জয়া ঘাই, তাঁর মা শ্যাম মোহিনী ঘাইকে আগামী ৫ বছরের জন্য সিকিউরিটি বাজার থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে সেবি।

Market Manipulation Case: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বুধবার প্রাক্তন বিজনেস নিউজ চ্যানেলের সঞ্চালকের উপর ৫০ লক্ষ টাকা জরিমানা আরোপ করেছে। শুধু তিনি নন, তার স্ত্রীর উপরেও একই অঙ্কের জরিমানা ধার্য করা হয়েছে বাজারে সিকিউরিটি আইন (SEBI Fine) ভঙ্গ করার কারণে। প্রাক্তন টেলিভিশন সঞ্চালক হেমন্ত ঘাই (Former TV Anchor Hemant Ghai) ও তাঁর স্ত্রী জয়া ঘাইয়ের বিরুদ্ধে এই জরিমানা ধার্য করেছে সেবি। শুধু তাই নয়, বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি একইসঙ্গে এমএএস কনসালট্যান্সি সার্ভিসেস এবং মোতিলাল অসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস এই দুই সংস্থার উপরেও জরিমানা ধার্য করেছে।
সেবির পূর্ণ সময়ের সদস্য অশ্বিনী ভাটিয়ার চূড়ান্ত এই সিদ্ধান্তের জেরে হেমন্ত ঘাই, তাঁর স্ত্রী জয়া ঘাই, তাঁর মা শ্যাম মোহিনী ঘাইকে আগামী ৫ বছরের জন্য সিকিউরিটি বাজার থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে সেবি। এই নিয়ন্ত্রক সংস্থা লক্ষ্য করেছে, এই প্রাক্তন টিভি সঞ্চালক হেমন্ত ঘাই অবৈধ প্রতারণাময় ট্রেডিং করানোর সঙ্গে যুক্ত ছিলেন এবং তাঁর স্ত্রী ও মায়ের অ্যাকাউন্ট ব্যবহার করে আজ থেকে ৫ বছর আগে সিএনবিসি আওয়াজ প্রোগ্রামে যে স্টক রেকমেন্ডেশন দিতেন তাঁর উপর ট্রেডিং করতেন যা বৈধ উপায় নয়।
এছাড়াও সেবি দেখেছে এমএএস কনসাল্ট্যান্সি সার্ভিসেস এমন একটি সংস্থা যা অনুমোদন পেয়েছিল মোতিলাল অসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেসের কাছ থেকে, তারা ভুয়ো অর্ডার ইনস্ট্রাকশন শিট বানাত এবং অন্যান্য আরও নির্দেশ পালনে অসমর্থ ছিল। ফলে নিয়ন্ত্রকের নিয়ম-কানুন লঙ্ঘনের অপরাধেই এই সংস্থাগুলির উপরেও জরিমানা ধার্য করা হয়েছে।
ভুয়ো অবৈধ ট্রেডের মাধ্যমে উপার্জিত সমস্ত টাকা হেমন্ত ঘাই ও তাঁর স্ত্রী জয়া ঘাইকে ফেরত দিতে বলা হয়েছে। ২০২০ সালের ৩১ মার্চ থেকে বার্ষিক ১২ শতাংশ সুদ সহ সেই টাকা ফিরিয়ে দিতে হবে।
তাদের এই পরিমাণ টাকা আগামী ৪৫ দিনের মধ্যে জমা করতে হবে সেবির ইনভেস্টর প্রোটেকশন অ্যান্ড এডুকেশন ফান্ডে।
হেমন্ত ঘাই, জয়া ঘাই-এর উপর আলাদা আলাদা করে ৫০ লক্ষ টাকার জরিমানা ধার্য করেছে সেবি এবং এমএএস কনসাল্ট্যান্সি সার্ভিস সংস্থার উপরে জরিমানা আরোপিত হয়েছে ২০ লক্ষ টাকা।
এমএএস কনসাল্ট্যান্সি সার্ভিস ও মোতিলাল অসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস এই দুই সংস্থাকে যথাক্রমে ১০ লক্ষ টাকা ও ৫ লক্ষ টাকা করে আরো জরিমানা করা হয়েছে।
৪৫ দিনের মধ্যে এই জরিমানার টাকা জমা করতে না পারলে বার্ষিক ১২ শতাংশ হারে সুদ গণনা চালু হবে যতদিন না পুরো টাকা জমা করা হচ্ছে ততদিন পর্যন্ত।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
