Trading Apps: বাজি ধরতে এই সমস্ত ট্রেডিং অ্যাপে টাকা লাগাচ্ছেন না তো ? কড়া সতর্কতা জারি করল সেবি
SEBI Warning: সেবির মতে এই প্ল্যাটফর্মগুলিতে কোনও বাস্তব সিকিউরিটিজ দেওয়া হয় না ট্রেডিংয়ের জন্য, এমনকী কোনও আইনি নিরাপত্তা নেই। যদিও এগুলি অনিয়ন্ত্রিত গতিতে বেড়ে চলেছে দেশে।

SEBI Warning: ডিজিটাল দুনিয়ায় গেমিং, বাজি ধরা, আর্থিক বিনিয়োগের নানাবিধ রাস্তা খুলে গিয়েছে। ধীরে ধীরে এই বাজার ক্রমেই বাড়ছে। আর এই ক্ষেত্রে নতুন প্ল্যাটফর্মগুলির উপরে এবার কড়া নজরদারি চালিয়েছে বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি। এই ধরনের প্ল্যাটফর্মগুলির উপর সতর্কতা (SEBI Warning) জারি করেছে সেবি। বিনিয়োগকারীদের সতর্ক করে সেবি জানিয়েছে ওপিনিয়ন ট্রেডিং অ্যাপগুলিতে (Opinion Trading Apps) বিনিয়োগ থেকে দূরে থাকতে হবে কারণ এগুলি নিয়ন্ত্রণাধীন নয়, এমনকী যাচাইকৃতও নয়। ভোটের ফলাফল থেকে ক্রিকেটের স্কোর কিংবা ক্রিপ্টোকারেন্সি সবক্ষেত্রেই মতামত প্রকাশকে কেন্দ্রে করে বাজি ধরা হয়। আর এই ধরনের প্ল্যাটফর্মগুলিতে বাজি ধরার বিনিময়ে মোটা অঙ্কের রিটার্নের লোভ দেখিয়ে অনেক সময় ফাঁসানো হয় বিনিয়োগকারীদের। এই প্ল্যাটফর্মগুলি বেশিরভাগই সেবির নিয়ন্ত্রণের বাইরে, তাই এই সতর্কতা।
সেবির মতে এই প্ল্যাটফর্মগুলিতে কোনও বাস্তব সিকিউরিটিজ দেওয়া হয় না ট্রেডিংয়ের জন্য, এমনকী কোনও আইনি নিরাপত্তা নেই। যদিও এগুলি অনিয়ন্ত্রিত গতিতে বেড়ে চলেছে দেশে। সাম্প্রতিক একটি অনুসন্ধানমূলক রিপোর্টে সংবাদসংস্থার মাধ্যমে জানা গিয়েছে এই ইন্ডাস্ট্রি নাকি ইতিমধ্যেই ৪২০০ কোটি টাকা সংগ্রহ করে ফেলেছে বড় বড় ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের থেকে। এর মধ্যে রয়েছে পিক এক্সভি, এলিভেশন ক্যাপিটাল, এক্সেল পার্টনারস। বছরে এই সমস্ত প্ল্যাটফর্মগুলির মাধ্যমে ৫০ হাজার কোটি টাকা লেনদেন করা হয়ে থাকে। ভারতেই শুধু এগুলির ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি।
এই ধরনের অ্যাপগুলিতে কোনও একটা সহজ-সরল অনুমানমূলক প্রশ্ন করা হয়, এর সঠিক উত্তর দিলেই টাকা পাওয়া যায়। আর ভুল উত্তরে বিনিয়োগ করা টাকা খোয়া যায়। গুরগাঁওয়ের প্রোবো, এমপিএল ওপিনিও ইত্যাদি অ্যাপগুলিকে সন্দেহের তালিকায় ফেলেছে সেবি। নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে জানানো হচ্ছে এই অ্যাপগুলিতে বেআইনিভাবে ট্রেডিং করা হয় যেখানে টাকা খোয়ালেও প্রতিকার চাওয়ার আইনি উপায় নেই। ফলে জালিয়াতির সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়।
মার্কিন দুনিয়াতেও জানা গিয়েছে এমন দুটি অ্যাপের কথা, একটি হল 'কালসি' এবং অন্যটি পলিমার্কেট যা কিনা বেআইনিভাবে অনিবন্ধীত বেটিং পরিষেবা দিয়ে থাকে। বর্তমানে এই অ্যাপগুলিও মার্কিনি সরকারের নজরাধীন রয়েছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)






















