Sensex: ৮৯ হাজারে পৌঁছাবে সেনসেক্স, শেয়ার বাজারে হবে বিপুল মুনাফা ! ২০২৬-এ কপাল খুলবে আপনার ?
Sensex Target: এই টার্গেট বাড়ানোর পাশাপাশি এই বৈদেশিক ইনভেস্টমেন্ট ফার্ম জানিয়েছে যে সূচকের আর্নিং পার শেয়ার অর্থাৎ শেয়ার পিছু আয়ও বাড়তে চলেছে।

Stock Market: আন্তর্জাতিক ইনভেস্টমেন্ট ফার্ম মর্গ্যান স্ট্যানলি সম্প্রতি সেনসেক্স সূচকের জন্য টার্গেট বাড়িয়েছে। এই ফার্ম জানিয়েছে ২০২৬ সালের জুন মাসের মধ্যে এই সূচক ৮৯ হাজারের গণ্ডি ছুঁয়ে ফেলবে। এখনকার বাজারের স্তর থেকে ৮ শতাংশ লাফ দেবে সূচক। ভারতের অর্থনীতি নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করছে এই বৈদেশিক ইনভেস্টমেন্ট ফার্ম। শক্তিশালী মজবুত ফান্ডামেন্টাল এবং উন্নত কর্পোরেট আয় ভারতের অর্থনীতিকে আরও অনেকটা এগিয়ে দেবে বলেই মনে করছে মর্গ্যান স্ট্যানলি।
এই টার্গেট বাড়ানোর পাশাপাশি এই বৈদেশিক ইনভেস্টমেন্ট ফার্ম জানিয়েছে যে সূচকের আর্নিং পার শেয়ার অর্থাৎ শেয়ার পিছু আয়ও বাড়তে চলেছে। ভারতের জিডিপির পূর্বাভাসে সাম্প্রতিককালে বদল এনেছে এই ফার্ম আর এর প্রভাব পড়বে সূচকের বৃদ্ধিতে। সেনসেক্সের প্রাইস টু আর্নিং অনুপাত ২০২৬ সালের জুন মাসের মধ্যে হবে ২৩.৫ গুণ যা এর আগে বরাবর গড়ে ২১ গুণের সীমায় স্থির থেকেছে। গত ২৫ বছর ধরে এই সীমাতেই ছিল প্রাইস টু আর্নিং অনুপাত।
মর্গ্যান স্ট্যানলির মতে ভারতের এই সামগ্রিক প্রিমিয়াম বুঝিয়ে দেয় ভারতের শেয়ার বাজার এবং অর্থনীতির উপরে বিনিয়োগকারীদের ভরসা বাড়ছে ক্রমশ। ভারতের নীতি এবং ম্যাক্রোইকোনমিক অবস্থার উপর ভরসা রাখছেন বিনিয়োগকারীরা। এই রিপোর্টে মর্গ্যান স্ট্যানলি জানিয়েছে প্রাইমারি ফিসক্যাল ডেফিসিট কমে যাওয়া, মুদ্রাস্ফীতির হার স্থিতিশীল হওয়া, দেশীয় বিনিয়োগ চক্র বৃদ্ধি ইত্যাদি কারণে ভারতের অর্থনীতি মজবুত হয়েছে অনেক বেশি। এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে আন্তর্জাতিক স্তরে অনিশ্চয়তা, অস্থিরতা চললেও ভারতের ইকুইটি বাজার স্থিতিশীল রয়েছে এখন, আর এর মূল কারণ খুচরো বিনিয়োগকারীদের বেশিমাত্রায় অংশগ্রহণ।
বৈদেশিক বিনিয়োগকারী
তবে ভারতের ইকুইটি বাজারে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ ২ দশকের সর্বনিম্ন স্তরে এসে ঠেকেছে। তবে আন্তর্জাতিক স্তরে মনোভাব বদলাচ্ছে বলেই মনে করছে মর্গ্যান স্ট্যানলি। স্থিতিশীল অপরিশোধিত তেলের দাম, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাযুজ্যপূর্ণ মুদ্রানীতি ইত্যাদির কারণেও বাজারে ভরসা বেড়েছে মানুষের।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)






















