Multibagger Stock: ২ বছরেই ১ লাখ বিনিয়োগে মিলেছে ৬৭ লাখ টাকা ! এই সংস্থার স্টক কেনা থাকলে কোটিপতি হতেন
Ayush Wellness Stock Price: গত ৫৪ দিন ধরে আয়ুষ ওয়েলনেসের শেয়ারের দাম ক্রমেই বেড়ে চলেছে। এই বছর ২৬ মার্চ এই স্টকের দাম একদিনেই ৫৩.৯৩ শতাংশ কমে গিয়েছিল। কিন্তু তারপর থেকে বেড়েই চলেছে এই স্টকের দাম।

Stock Market News: শেয়ার বাজারে এমন অনেক স্টক রয়েছে যেগুলি আপনার চোখে পড়ে না, কিন্তু এই স্টকে বিনিয়োগ থাকলেই কোটিপতি হওয়ার সুযোগ ছিল। এগুলিই আদপে মাল্টিব্যাগার স্টক। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হলেও সময় ধরে যদি এই ধরনের স্টক (Multibagger Stock) কিনে রাখা যায়, তাহলে মুনাফায় মুনাফা। এমনই একটি স্টকে (Share Market) মাত্র ২ বছরের মধ্যেই ১ লক্ষ টাকা থেকে রিটার্ন এসেছে ৬৭ লক্ষ টাকা ! ৫০ গুণেরও বেশি রিটার্ন মিলেছে এই স্টকে।
সংস্থার নাম আয়ুষ ওয়েলনেস। এই সংস্থার স্টক মাত্র এক বছরের মধ্যেই ৫৩৯.৬৭ শতাংশ রিটার্ন এনে দিয়েছে বিনিয়োগকারীদের। আর গত ২ বছরের হিসেবে এই আয়ুষ ওয়েলনেস স্টকের রিটার্ন এসেছে ৫৬০০ শতাংশ। শুধুমাত্র এই মে মাসে মাত্র কয়েকদিনের মধ্যেই এই সংস্থার স্টক থেকে ২০ শতাংশ মুনাফা এসেছে। ২৭ মার্চের পর থেকে এই স্টকের দাম সব সময়ই আপার সার্কিটে ছিল।
দারুণ মুনাফা দিয়েছে এই স্টক
গত ৫৪ দিন ধরে আয়ুষ ওয়েলনেসের শেয়ারের দাম ক্রমেই বেড়ে চলেছে। এই বছর ২৬ মার্চ এই স্টকের দাম একদিনেই ৫৩.৯৩ শতাংশ কমে গিয়েছিল। কিন্তু তারপর থেকে ক্রমাগত বেড়েই চলেছে এই স্টকের দাম। প্রতিদিনই আপার সার্কিটে রয়েছে এই স্টক। গতকালের বাজারে এই শেয়ারের দাম ছিল ১১২.৩৯ টাকা। এই সংস্থার স্টকে বিনিয়োগ করে ব্যাপক মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের।
মনে করা হচ্ছে আয়ুষ ওয়েলনেস ক্যাটালিস্ট স্বাস্থ্যপরিষেবা খাতে প্রবেশ করতে চলেছে। মহারাষ্ট্রের ভিরারে এই সংস্থা প্রথম স্মার্ট স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র চালু করেছে। আর এই খবরেই হু হু করে বেড়ে চলেছে এই শেয়ারের দাম।
২ বছরে ৫৬০০ শতাংশ রিটার্ন
আয়ুষ ওয়েলনেস সংস্থা স্থাপিত হয়েছিল ১৯৮৪ সালে। তারপর ২০২৪ সালের অগাস্ট মাসে সংস্থার শেয়ার ১:১০ অনুপাতে স্প্লিট হয়েছিল। এর ফলে এই শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা থেকে কমে হয় ১ টাকা। গত বছর এই সংস্থা আয়ুষ ফুড অ্যান্ড হার্বস লিমিটেড থেকে নাম বদলে আয়ুষ ওয়েলনেস লিমিটেড হিসেবে পরিচিত হয়েছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)






















