Share Market Opening: নতুন অর্থবর্ষের শুরুতেই সূচকে লাফ, নতুন উচ্চতায় সেনসেক্স-নিফটি – গতি দেখাচ্ছে কোন স্টক ?
Sensex-Nifty Record: নতুন অর্থবর্ষ শুরু হয়েছে আজ থেকে। আর সোমবার ১ এপ্রিল বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই নয়া উচ্চতায় পৌঁছে যায় সেনসেক্স ও নিফটি।
Sensex Today: আজ ১ এপ্রিল সোমবার নতুন অর্থবর্ষের শুরুর দিনেই দুরন্ত গতি এল বাজারে। লাফ দিল দুই সূচকই। ভারতের শেয়ার বাজার আজ তেজিভাব দিয়েই খুলেছে সকালে। বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই সেনসেক্স পেরিয়ে গিয়েছে ৭৪০০০-এর সীমা, নিফটিও তাঁর সর্বকালীন উচ্চতায় ট্রেড করছে। কোন কোন স্টকে গতি দেখাচ্ছে ? বিনিয়োগকারীদের কত লাভ হবে ?
ঐতিহাসিক উচ্চতা ছুঁয়ে ফেলেছে নিফটি ও সেনসেক্স
নতুন অর্থবর্ষ শুরু হয়েছে আজ থেকে। আর সোমবার ১ এপ্রিল বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই নয়া উচ্চতায় পৌঁছে যায় সেনসেক্স ও নিফটি। একটা ঐতিহাসিক উচ্চতা ছুঁয়ে ফেলল দুই সূচক। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ২২,৫২৯ পয়েন্টে পৌঁছে নতুন উচ্চতা তৈরি করে আর অন্যদিকে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৭৪,২৫৪ পয়েন্ট ছুঁয়ে নয়া উচ্চতা তৈরি করে। এখন এই দুই সূচকই তাঁদের সর্বকালীন উচ্চতায় ট্রেড করছে।
বাজার খুলতেই গতি
৩১৭.২৭ পয়েন্ট বেড়ে আজকের শেয়ার বাজার খুলেছে ৭৩,৯৬৮ পয়েন্টে। অন্যদিকে নিফটি আজ ০.৫৭ শতাংশ অর্থাৎ ১২৮.১০ পয়েন্ট বেড়ে ২২,৪৫৫ পয়েন্টে খুলেছে।
নতুন উচ্চতায় পৌঁছাল সেনসেক্স, কোন স্টকে গতি
৫৫৭ পয়েন্ট বেড়ে আজ সেনসেক্স পৌঁছেছিল ৭৪,২০৮-এর স্তরে। এর ৩০টি স্টকের মধ্যে ২৮টি স্টকেই আজ গতি এসেছে। ২টি স্টকের দাম কেবল পতনের দিকে। আজ সকালের সেশনে সেনসেক্সের মধ্যে JSW Steel –এর শেয়ারের দাম বেড়েছে ২ শতাংশ, টাটা স্টিলের শেয়ারের দাম বেড়েছে ১.৭০ শতাংশ এবং কোটাক ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্কের শেয়ারের দাম আজ বেড়েছে যথাক্রমে ১.৫৫ ও ১.২৫ শতাংশ। বাজাজ ফিনসার্ভ ও এশিয়ান পেইন্টের শেয়ার যথাক্রমে আজ সকালের সেশনেই বেড়েছে ১.১৫ শতাংশ ও ১.১১ শতাংশ।
নিফটির শেয়ারগুলিতে কোনটিতে গতি
নিফটির ৫০টি স্টকের মধ্যে JSW Steel, Tata Steel, Shri Ram Finance, L&T-এর শেয়ারে দুরন্ত গতি দেখাচ্ছে আজকের বাজারে।
কোন স্টকে পতন আজ ?
আজ শুধুমাত্র ভারতী এয়ারটেল ও বাজাজ অটোর শেয়ারে পতন লক্ষ্য করা গিয়েছে সকালের সেশনে। ভারতী এয়ারটেলের শেয়ার কমেছে ০.৪৪ শতাংশ এবং বাজাজ অটোর দাম কমেছে আজ ০.১৫ শতাংশ।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)