Skoda Slavia launch: উৎপাদন শুরু - শীঘ্রই লঞ্চ, কী আছে স্কোডা স্লাভিয়াতে ?
Skoda Slavia launch: র্যাপিডের পরিবর্তে এই গাড়ি নিয়ে আসছে স্কোডা। কোম্পানির মিড সাইজ সেডান সেগমেন্টকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
Skoda Slavia launch: পুনের চাকানে উৎপাদন শুরু হয়ে গেল স্কোডা স্লাভিয়ার। শীঘ্রই লঞ্চের প্রস্তুতি নিচ্ছে স্কোডার এই গাড়ি। ভারতে INDIA 2.0 প্রজেক্টের দ্বিতীয় পণ্য হিসাবে স্লাভিয়াকে তুলে ধরছে কোম্পানি। মার্চেই এই সেডান লঞ্চ করবে বলে খবর।
Skoda Slavia Engine: র্যাপিডের পরিবর্তে এই গাড়ি নিয়ে আসছে স্কোডা। র্যাপিডের থেকে অনেক বেশি প্রিমিয়াম গাড়ি স্লাভিয়া। কোম্পানির মিড সাইজ সেডান সেগমেন্টকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্লাভিয়াতে একটি 1.0 লিটার 3-সিলিন্ডার টার্বো পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে একটি 1.5-লিটার 4-সিলিন্ডার টার্বো পেট্রোলের বিকল্প। যা যথাক্রমে 85kW (115ps) ও 110kW (150PS)তৈরি করবে।
Skoda Slavia Specs: গাড়িতে একটি 6 স্পিড ম্যানুয়াল ছাড়াও স্বয়ংক্রিয় বা 7-স্পি়ড DSG ট্রান্সমিশনের বিকল্প রয়েছে। স্লাভিয়ায় পাবেন একটি বড় 521-লিটারের বুট অপশন। কেবিন স্পেস বড় হওয়ায় এই সেডান আরও বেশি আকর্ষনীয় হয়ে উঠেছে। সেডানটি তিনটি বিকল্পের সঙ্গে লঞ্চ করা হবে। Active, Ambition ও Style ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই গাড়ি। বেস ভ্যারিয়েন্টেই গাড়িতে ভালো ফিচার দেওয়া হবে বলে খবর।
Skoda Slavia launch: অ্যাম্বিশন ট্রিম থেকে উপরের দিকে, টাচ-কন্ট্রোল ক্লাইমেট্রনিক উইথ এয়ার কেয়ার ফাংশনটি স্ট্যান্ডার্ড মডেলেই পাওয়া যাবে। যেখানে টপ-এন্ড স্টাইল ভ্যারিয়েন্টে চামড়ায় সজ্জিত ভেন্টিলেডেড আসন পাবেন ক্রেতা। আরও বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে কানেকটেড কার প্রযুক্তি, ইলেকট্রনিক সানরুফ ও রেয়ার ভিউ ক্যামেরা।
Skoda Slavia Price: কার ব্লগারদের মতে, দেশে গাড়ির 95% উৎপাদনের জন্য এর দাম অনেক কম হতে পারে। আগে যা সম্ভব ছিল না। মেক ইন্ডিয়া মুভের জন্যই যা সফল হয়েছে। এরফলে গাড়ির দাম অনেক বেশি প্রতিযোগিতামূলক হবে বলে ধারণা অটো সাইটগুলির।আমরা লঞ্চের বিশদ বিবরণে দামের আরও খবর নিয়ে আসব। থাকবে গাড়ির প্রিভিউ-রিভিউ।