এক্সপ্লোর
Advertisement
সম্পত্তির সঙ্গে আধার সংযুক্তিকরণ? 'সুবিধে হবে সাধারণ মানুষের', দাবি
সূত্রের খবর, কালোটাকা নিয়ন্ত্রণ করতে খুব শিগগিরিই আধারের সঙ্গে সম্পত্তির নথি যুক্ত করা বাধ্যতামূলক করবে কেন্দ্র।
নয়াদিল্লি: গত ২-৩ বছর ধরে সম্পত্তির সঙ্গে আধার সংযুক্তিকরণের বিষয়ে আলোচনা চলছে। এখন আবার সেই জল্পনা তুঙ্গে।
নোটবাতিলের পর সম্পত্তির সঙ্গে আধার সংযুক্তির বিষয়টি কালো টাকা ও আর্থিক তছরুপ রোখার ক্ষেত্রে একটি কঠিন পদক্ষেপ হবে বলে দাবি কেন্দ্রের।
বিশেষজ্ঞদের দাবি, সম্পত্তির ক্রয়মূল্য কমে যাওয়ার জন্য কালোটাকা নিয়ন্ত্রিত হবে। তাতে সাধারণ মানুষের সম্পত্তি কেনা সহজ হবে।
সূত্রের খবর, কালোটাকা নিয়ন্ত্রণ করতে খুব শিগগিরিই আধারের সঙ্গে সম্পত্তির নথি যুক্ত করা বাধ্যতামূলক করবে কেন্দ্র।
সরকারের দাবি, এই নিয়ম জারি হলে বেনামি লেনদেন কমবে। সম্পত্তি কেনা-বেচায় স্বচ্ছতা আসবে। সম্পত্তি কেনা মধ্যবিত্তের আয়ত্ত্বে আসবে।
সম্প্রতি ন্যাশনাল রিয়্যাল এস্টেট ডেভেলপমেন্ট কাউন্সিল, মহারাষ্ট্রের সভাপতি রঞ্জন ভান্ডেলকরও এই বিষয়ে এমনটাই জানিয়েছেন। তাঁর মতে, আধার-সম্পত্তি সংযুক্তিকরণের ফলে আবাসন কেনাবেচার ক্ষেত্রে স্বচ্ছতা আনবে। যদিও এই পদ্ধতি একটু সময় সাপেক্ষ, তাই সাধারণ মানুষকে বেশ কিছুটা সময় যেন সরকার দেয়। তাছাড়া এই পদক্ষেপ গৃহীত হলে আবাসন শিল্পে আরও বিনিয়োগ আসবে।
ব্যবসা-বাণিজ্যের (Business) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement