(Source: ECI/ABP News/ABP Majha)
SBI News: বিশ্ব আঙিনায় স্বীকৃতি, ভারত সেরা হল এই ব্যাঙ্ক
Bank News: গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন (Global Finance Magazine) 2024 সালের জন্য SBI ভারতের সেরা ব্যাঙ্ক হিসাবে তকমা পেয়েছে।
Bank News: রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কের গ্রাহক সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। দেশবাসীর আস্থার জায়গা হওয়ার পাশাপাশি এবার বিদেশেও স্বীকৃতি পাচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন (Global Finance Magazine) 2024 সালের জন্য SBI ভারতের সেরা ব্যাঙ্ক হিসাবে তকমা পেয়েছে।
কোথায় কী স্বীকৃতি পেয়েছে ব্যাঙ্ক
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ওয়াশিংটনে IMF এবং বিশ্ব ব্যাঙ্কের বার্ষিক সভার ফাঁকে আয়োজিত 31 তম বার্ষিক সভায় এই মান পেয়েছে। সেরা ব্যাঙ্ক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্লোবাল ফিনান্স ম্যাগাজিন 2024-এর জন্য ভারতের সেরা ব্যাঙ্ক হিসাবে স্বীকৃতি পেয়েছে।
কী কারণে এই স্বীকৃতি
ব্যাঙ্ক এক বিবৃতিতে বলেছে, SBI-এর চেয়ারম্যান CS Setty ব্যতিক্রমী পরিষেবা প্রদানের জন্য ব্যাঙ্কের প্রতিশ্রুতির স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পেয়েছে। গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে দেশব্যাপী আর্থিক প্রচারের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পেয়েছে স্টেট ব্যাঙ্ক। কয়েক দশক ধরে, গ্লোবাল ফিনান্সের সেরা ব্যাঙ্ক অ্যাওয়ার্ডগুলি বিশ্বের আর্থিক প্রতিষ্ঠানগুলির মূল্যায়নের জন্য বিশ্বস্ত মান নির্ধারণ করেছে। যার ভিত্তিতেই এই মান পেয়েছে ব্যাঙ্ক।
FD Interest Rates: শেয়ার বাজারের (Stock Market) অস্থিরতার দিকে না যেতে চাইলে ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) নিশ্চিত রিটার্নের রাস্তা নিতে পারেন আপনি। সেই ক্ষেত্রে স্টেট ব্যাঙ্কের এই স্কিম দিচ্ছে ভাল রিটার্ন। জেনে নিন, কোন স্কিমে পাবেন ৭.৭৫ শতাংশ সুদ।
জুলাই থেকে শুরু হয়েছে এই স্কিম
16 জুলাই, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার মেয়াদি আমানত স্কিম, "অমৃত বৃষ্টি" শুরু করেছে। যা 15 জুলাই, 2024 থেকে কার্যকর 444 দিনের মেয়াদের জন্য একটি আকর্ষণীয় সুদের হার অফার করে৷ আবাসিক ভারতীয় গ্রাহক, প্রবীণ নাগরিকরা অতিরিক্ত সুদের সুবিধা ভোগ করছেন। এই স্কিমে 31 মার্চ, 2025 পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে।
SBI Amrit Bristi Scheme: এসবিআই অমৃত বৃষ্টি স্কিম আসলে কী ?
SBI অমৃত বৃষ্টি স্কিম হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি মেয়াদি আমানত পরিকল্পনা। এই বিশেষ স্কিমটি 444 দিনের মেয়াদ সহ একটি স্থায়ী আমানতের জন্য একটি আকর্ষণীয় সুদের হার অফার করে। এটি বিশেষত প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত সুদের হারের সুবিধা সহ অভ্যন্তরীণ এবং অনাবাসী ভারতীয় (এনআরআই) উভয় গ্রাহকদের এই সুবিধা দেয়।
আরও পড়ুন : SBI Special FD: স্টেট ব্যাঙ্কের এই স্কিমে ৭.৭৫ শতাংশ সুদ, বিনিয়োগে আরও কি সুবিধা ?