Bangladesh: চিন্ময়কৃষ্ণের জামিন মামলার শুনানি আগামীকাল, তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ইসকনের
ABP Ananda Live: চট্টগ্রামে জেলবন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি আগামীকাল। তার আগে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ক্রমাগত বাড়ছে। তাই ইউনূস সরকারের তরফে তাঁর যাতে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয় সেই নিয়ে আবেদন জানিয়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রসিডেন্ট রাধারমণ দাস।
নতুন বছরে জমজমাট বেলুড়মঠ। ইংরেজি নববর্ষের প্রথম দিনে দক্ষিণেশ্বরের পাশাপাশি বেলুড়মঠেও প্রচুর মানুষের সমাগম। আজকের দিনে কল্পতরু হয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। আর সেই বিশেষ দিনটিকে কেন্দ্র করে মেতে উঠেছে ভক্ত সহ অসংখ্য সাধারণ মানুষ।
এদিন দক্ষিণেশ্বর, মায়ের বাড়ি তো বটেই বেলুড়মঠে প্রচুর মানুষের সমাগম হয়। সকাল থেকেই দূর দূরান্ত থেকে হাজির অসংখ্য মানুষ। কেউ এসেছে সপরিবারে, কেউবা একা বা বন্ধুর সাথে। মন্দিরে মন্দিরে ঠাকুর দর্শন, বেলুড় মঠ চত্বরে, গঙ্গার পাড়ে চুটিয়ে আড্ডা এবং প্রসাদগ্রহণ । সব মিলিয়ে বছরের প্রথম দিনের বেলুড় মঠের চিত্রটা একটু অন্যরকম।