Militant News:শাদ রাডির পর জালে তার ভাই ও বন্ধু।২ জনের বিরুদ্ধেই জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ
ABP Ananda Live: শাদ রাডির পর এবার জালে তার ভাই ও বন্ধু । ২ জনের বিরুদ্ধেই জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ রাজ্য পুলিশের STF-এর। বাংলাদেশ থেকে বাড়ছে অনুপ্রবেশ। নদিয়ায় সিন্ডিকেট গড়ে জাল নথির সাহায্যে তৈরি হচ্ছে ভারতীয় পরিচয়পত্র। মোটা টাকায় অনুপ্রবেশকারীদের মা-বাবা সাজছে সিন্ডিকেট সদস্যরাই। জাল নোট পাচারেও বাংলাদেশ-যোগ! দিল্লি থেকে গ্রেফতার মালদার বাসিন্দা। ধৃতের কাছে মিলল ৯৫ হাজার টাকা। জাল টাকা এসেছিল বাংলাদেশ থেকে, চক্রে আর কারা? তদন্তে পুলিশ।
নতুন বছরে জমজমাট বেলুড়মঠ। ইংরেজি নববর্ষের প্রথম দিনে দক্ষিণেশ্বরের পাশাপাশি বেলুড়মঠেও প্রচুর মানুষের সমাগম। আজকের দিনে কল্পতরু হয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। আর সেই বিশেষ দিনটিকে কেন্দ্র করে মেতে উঠেছে ভক্ত সহ অসংখ্য সাধারণ মানুষ।
এদিন দক্ষিণেশ্বর, মায়ের বাড়ি তো বটেই বেলুড়মঠে প্রচুর মানুষের সমাগম হয়। সকাল থেকেই দূর দূরান্ত থেকে হাজির অসংখ্য মানুষ। কেউ এসেছে সপরিবারে, কেউবা একা বা বন্ধুর সাথে। মন্দিরে মন্দিরে ঠাকুর দর্শন, বেলুড় মঠ চত্বরে, গঙ্গার পাড়ে চুটিয়ে আড্ডা এবং প্রসাদগ্রহণ । সব মিলিয়ে বছরের প্রথম দিনের বেলুড় মঠের চিত্রটা একটু অন্যরকম।