Stock to Buy: বৃহস্পতিতে খুলবে শেয়ার-ভাগ্য? আজ কোন কোন স্টকে নজর?
Stock Market Live: আজ কেমন যাবে শেয়ার বাজার? হাসি ফুটবে বিনিয়োগকারীদের মুখে?
কলকাতা: বুধবার বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছিল ভারতীয় স্টক মার্কেট (Indian Stock Market)। বুধবারের বাজারে বিনিয়োগকারীদের (Investors) বিপুল লাভ দিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (Reliance Industries Ltd), ৩ শতাংশ বেড়ে ৫২ সপ্তাহের সর্বোচ্চ সীমা ছুঁয়েছে এই সংস্থার শেয়ার দর।
বুধবার, ৭৩ পয়েন্ট বেড়ে নিফটি ৫০ (Nifty 50) শেষ করেছিল ২১৬১৮ পয়েন্টে। বিএসই সেনসেক্স বেড়েছিল ২৭১ পয়েন্ট। শেষ হয়েছিল ৭১৬৫৭ পয়েন্টে। বেড়েছিল ব্যাঙ্ক নিফটিও, ১১৮ পয়েন্ট বেড়ে Bank Nifty শেষ করেছিল ৪৭৩৬০ পয়েন্টে।
এই অবস্থায় দাঁড়িয়ে বৃহস্পতিবারের ট্রেডিং (Trading) নিয়ে আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের একটি অংশ মনে করছেন, Nifty 50-এর জন্য সার্পোট হতে পারে ২১৪৫০ পয়েন্ট। ব্য়াঙ্ক নিফটির (Bank Nifty) ক্ষেত্রে মনে করা হচ্ছে যদি এই সূচক ৪৮০০০ থেকে ৪৮২০০ এর জ়োন ভেঙে ফেলতে পারে তাহলে আরও ঊর্ধ্বগামী হবে এই সূচক।
বিশেষজ্ঞদের একটি অংশ মনে করছেন, আজকের ট্রেডিংয়ের প্রথম ভাগে ২১৫৫০ জ়োনে থাকতে পারে নিফটি ৫০। পরের ভাগে এই সূচক পৌঁছে যেতে পারে ২১৬০০ পয়েন্টে। ব্যাঙ্ক নিফটির জন্য় এখন ভাল সাপোর্ট জ়োন হতে পারে ৪৬৩০০ পয়েন্ট।
আজ কোন কোন স্টকে নজর?
1] NBCC: কেনা ৯২.৫০ টাকা, টার্গেট ৯৭ টাকা, স্টপ লস ৯০ টাকা
2] IPCA Lab: কেনা ১১১৬ টাকা, টার্গেট ১১৭০ টাকা, স্টপ লস ১০৯০ টাকা
3] RITES: কেনা ৫২৪ টাকা, টার্গেট ৫৬০ টাকা, স্টপ লস ৫১৫ টাকা
Disclaimer: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ৬ টাকার শেয়ার এখন ৪৪ হয়েছে, এক বছরে ৩৩৫ শতাংশ বৃদ্ধি,সেরা মাল্টিব্যাগার এই স্টক