West Bengal News Live: সন্ন্যাসীর হয়ে কোর্টে সওয়াল, এবার বাংলাদেশে আক্রান্ত চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী !
West Bengal News LIVE Updates : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...
LIVE
Background
কলকাতা: জেলবন্দি সন্ন্যাসীর জামিনের প্রশ্নে চাপ বাড়ছে বাংলাদেশের উপর। কাল চট্টগ্রাম আদালতে চিন্ময়কৃষ্ণর জামিনের আবেদনের শুনানি। পেট্রাপোল সীমান্তের কাছে প্রতিবাদ কর্মসূচি সনাতনী ঐক্য পরিষদের। যোগ শুভেন্দুদের। মঞ্চে থেকে বিক্ষোভ সাধু সন্তদের। আতঙ্কের বাংলাদেশ। ভয়ে দরজা বন্ধ করে থাকতে হয় হিন্দুদের, প্রতিক্রিয়া পেট্রাপোল থেকে আসা বাংলাদেশিদের। বিধায়কদের নিয়ে বৈঠকে মমতার নিশানায় নারায়ণ গোস্বামী।নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে ইডি-র মামলায় জামিন পেলেন অয়ন শীল।
আরও পড়ুন, সকাল থেকে দুপুর তিনটে পর্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি মিস করেছেন ? একনজরে দেখে নিন এখানে
Bangladesh Violence: বাংলাদেশে হিন্দু-নিপীড়নের ভয়াবহ কাহিনি!
বাংলাদেশে হিন্দু-নিপীড়নের ভয়াবহ কাহিনি! 'মাঝপথেই পড়া বন্ধ করতে চাইছেন ডাক্তারি ছাত্রী। টার্গেট করা হচ্ছে মহিলাদের। ১ কোটির সম্পত্তি ১০ লাখে ছেড়ে দিতে হুমকি দেওয়া হচ্ছে। দখল করে নেওয়া হচ্ছে একের পর এক ভেড়ি', ভাইয়ের পরিবারের উপর ঘটে চলা ভয়াবহ অত্যাচারের কথা শোনালেন উদয়কুমার ঘোষ
West Bengal News Live: টেন্ডার পাওয়ার জন্য চক্র তৈরি করার অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির
সন্দীপ-ঘনিষ্ঠ বিপ্লবের জামিনের বিরোধিতা করে সওয়াল সিবিআইয়ের। টেন্ডার পাওয়ার জন্য চক্র তৈরি করার অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির । টেন্ডারে কারচুপি করত এই চক্র, জেলে গিয়ে জেরার আবেদন সিবিআইয়ের।
Bangladesh News: সন্ন্যাসীর হয়ে কোর্টে সওয়াল, এবার বাংলাদেশে টার্গেট আইনজীবীরা!
সন্ন্যাসীর হয়ে কোর্টে সওয়াল, এবার বাংলাদেশে টার্গেট আইনজীবীরা! সন্ন্যাসীর গ্রেফতারিতেও ক্ষান্ত নয় বাংলাদেশের কট্টরপন্থীরা! বাংলাদেশে। সন্ন্যাসীর আইনজীবী রমেন রায়ের উপর নির্মম হামলা। আইনজীবী রমেন রায়ের বিরুদ্ধেও দেহদ্রোহের মামলা বাংলাদেশ সরকারের! চট্টগ্রাম কোর্টে সন্ন্যাসীর জামিনের শুনানির আগের রাতে আইনজীবীরা টার্গেট! আইসিইউতে ভর্তি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন রমেন রায়: রাধারমণ দাস
Bangladesh News: বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননায় কড়া জবাব শিলিগুড়ির চিকিৎসকের
প্রেসক্রিপশনে জাস্টিস ফর আরজিকর লিখে একসময় প্রতিবাদ জানিয়েছিলেন জেলার কিছু চিকিৎসক। আর এবার বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননার তীব্র প্রতিবাদ জানালেন শিলিগুড়ির ENT চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায়। একেবারেই নিজের মতোন করে। নিজের চেম্বারে লাগালেন তিরঙ্গা। তাঁর বক্তব্য, তার কাছে রোগী দেখাতে এলে, 'তিরঙ্গাকে সন্মান জানাতেই হবে। না হলে তিনি রোগী দেখবেন না।'
RG Kar Case: সন্দীপ-ঘনিষ্ঠ বিপ্লবের জামিনের বিরোধিতা করে সওয়াল সিবিআইয়ের
সন্দীপ-ঘনিষ্ঠ বিপ্লবের জামিনের বিরোধিতা করে সওয়াল সিবিআইয়ের। টেন্ডার পাওয়ার জন্য চক্র তৈরি করার অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির । টেন্ডারে কারচুপি করত এই চক্র, জেলে গিয়ে জেরার আবেদন সিবিআইয়ের।