এক্সপ্লোর
PAN Card: নতুন প্যান কার্ডের জন্য আবেদন করছেন ? এই ৫ ভুল থেকে সাবধান
PAN Card Application: কেন্দ্র সরকার সম্প্রতি নতুন কিউ আর কোড সম্বলিত একটি প্যান কার্ড আনার কথা জানিয়েছে। এর নাম দেওয়া হয়েছে প্যান ২.০। এর জন্য আবেদনের সময় খেয়াল রাখতে হবে এই বিষয়গুলি।

প্যান কার্ডের আবেদনের সময় খেয়াল রাখতে হবে এই বিষয়গুলি
1/9

কেন্দ্র সরকার সম্প্রতি নতুন কিউ আর কোড সম্বলিত একটি প্যান কার্ড আনার কথা জানিয়েছে। এর নাম দেওয়া হয়েছে প্যান ২.০।
2/9

দেশের করদাতারা এই নতুন প্যান কার্ডের মাধ্যমে আরও নানাবিধ সুবিধে পাবেন। প্যান নিয়ে যে সাইবার জালিয়াতি চলছে তা রুখতেই এই উদ্যোগ।
3/9

প্যান কার্ড আগে যা ব্যবহার করছিলেন সেটাকে এবার আপগ্রেড করাতে হবে, আপনি চাইলে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে পারেন।
4/9

আর এই নয়া প্যান কার্ডের আবেদন করতে গিয়েই জালিয়াতি হচ্ছে ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে। ভুয়ো কল, মেসেজও আসছে।
5/9

ক্লিক করলেই আপনার ব্যাঙ্কের যাবতীয় তথ্য চলে যাবে প্রতারকদের হাতে। আপনার আধার নম্বরও চুরি হয়ে যাবে আর ব্যাঙ্ক থেকে টাকা লুট করবে জালিয়াতরা।
6/9

এই জালিয়াতি থেকে বাঁচতে সবসময় আয়কর বিভাগের সংশ্লিষ্ট পোর্টাল ব্যবহার করা দরকার, প্যান কার্ডের নামে কল এলে তা ধরা উচিত নয়।
7/9

অপরিচিত নম্বর থেকে ভয়েস কল, মেসেজ এলে তাতে দেওয়া লিঙ্কে ক্লিক করা যাবে না। এমন কোনো অ্যাপ ফোনে ডাউনলোড করা উচিত নয় যা থেকে ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে।
8/9

এই ধরনের কোনো জালিয়াতির ঘটনার সম্মুখীন হলে সত্বর সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর ১৯৩০-তে ফোন করতে হবে, কিংবা জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ দায়ের করতে হবে।
9/9

তবে বর্তমানে প্যান কার্ডহোল্ডারদের আলাদা করে এই নতুন প্যান ২.০-র জন্য আবেদন করতে হবে না। এখনকার প্যান কার্ডও বৈধ থাকবে।
Published at : 08 Feb 2025 02:28 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
লাইফস্টাইল-এর
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
