Stock Market Today: ধাক্কা কাটিয়ে তেজি শেয়ার বাজার, সেনসেক্স, নিফটিতে সবুজ সঙ্কেত
Stock Market Today: নিফটির মতো উর্ধ্বমুখী ন্যাশনাল স্টক এক্সচেঞ্চের সূচক নিফটিও। এদিন নিফটি বেড়েছে ৯৮ পয়েন্ট। লেনদেনের শুরুতে সবুজ সঙ্কেত নিয়ে ১৭,২০৮-এর স্তরে খোলে নিফটি।

Stock Market Updates: ধাক্কা কাটিয়ে গা ঝাড়া দিয়ে ঘুরে দাঁড়াল দেশের শেয়ার বাজার। আজ দিনের শুরুতেই চাঙ্গা ভাব শেয়ার বাজারে। গতকালের ধসের পর আজ সবুজ সঙ্কেত নিয়েই দিনের লেনদেন শুরু হল। সূচকে সবুজ সঙ্কেত নিয়ে শেয়ার বাজার খুলেছে। সেই সঙ্গে গ্যাপ আপ ওপেনিং (Gap UP Opening) আজকের লেনদেনে ভালো ইঙ্গিত দিতে পারে। বাজার খোলার পরই বম্বে স্টক এক্সচেঞ্চের সূচক সেনসেক্স ৫৫০ পয়েন্ট বেড়ে পৌঁছে যায় ৫৭,৮০০-র ওপরে।
নিফটির মতো উর্ধ্বমুখী ন্যাশনাল স্টক এক্সচেঞ্চের সূচক নিফটিও। এদিন নিফটি বেড়েছে ৯৮ পয়েন্ট। লেনদেনের শুরুতে সবুজ সঙ্কেত নিয়ে ১৭,২০৮-এর স্তরে খোলে নিফটি। সবমিলিয়ে শেয়ার বাজারে আজ শুরুতেই তেজিভাব দেখা যাচ্ছে।
নিফটির ৫০ শেয়ারের মধ্যে ৪৮ টি শেয়ারেই তেজিভাব রয়েছে। মাত্র দুটি শেয়ারে পতন লক্ষ্য করা গিয়েছে। আজ লেনদেনে নিফটি ১৭,২৮০-র স্তর স্পর্শ করে ফেলে। ব্যাঙ্ক নিফটিও লেনদেন শুরুর কয়েক মিনিটের মধ্যেই ৩০০ পয়েন্ট বেড়ে যায় এবং তা ৩৮ হাজার ২০০ পেরিয়ে যায়।
আজ যে শেয়ারগুলির দামে উর্ধ্বগতি দেখা গিয়েছে, সেগুলির মধ্যে রয়েছে ভারতী এয়ারটেল, টাটা স্টিল, ওএনজিসি। এই শেয়ারগুলিতে চাঙ্গাভাব দেখা যাচ্ছে। নিফটিতে যে শেয়ার নিম্নমুখী রয়েছে, তা এইচডিএফসি-র শেয়ার।
উল্লেখ্য, গতকাল বাজার খুলতেই নেমেছিল বড়সড় ধস। বম্বে স্টক এক্সচেঞ্চের শেয়ার সূচক সেনসেক্স পড়ে যায় ১০০০ পয়েন্ট। নিম্নমুখী হয়েছিল ন্যাশনাল স্টক এক্সচেঞ্চের সূচক নিফটিও। প্রায় ৩০৯ পয়েন্ট পড়ে নিফটি। বিগত কয়েকটি সেশনেই লোকসান দেখেছে শেয়ার বাজার। আগের দিনের ছুটির পর গতকাল বাজার খুলতেই ফের মুখ থুবড়ে পড়েছিল সূচক।






















