Stock Market Opening: শেয়ারবাজারে বড় পতন, সেনসেক্স ৫২৫০০-র নিচে, নিফটি খুলল ১৫৬৭৪-তে
Share Market Update: সোমের পর মঙ্গলেও জারি রইল অস্থিরতা। আজও ভারতের শেয়ার বাজার বড় পতনের সঙ্গে লেনদেন শুরু করেছে।
Share Market Update: সোমের পর মঙ্গলেও জারি রইল অস্থিরতা। আজও ভারতের শেয়ার বাজার বড় পতনের সঙ্গে লেনদেন শুরু করেছে। সেনসেক্স ও নিফটি উভয়ই অর্ধেকেরও বেশি পতনের সাথে খুলেছে। বিশ্ববাজারের দুর্বল প্রভাব পড়েছে দালাল স্ট্রিটে। ফলে প্রথম থেকেই নেতিবাচক মুডে চলেছে বাজার। নিফটি একটা সময় ৫৫ পয়েন্ট পড়ে গিয়েছিল।
Stock Market Opening: কততে খোলে বাজার
আজকের ট্রেড মার্কেট বলছে, বিএসই 30 শেয়ার সূচক সেনসেক্স 350.76 পয়েন্ট বা 0.66 শতাংশের পতন সহ 52,495.94-এ খোলে। সেখানে এনএসই-র 50-শেয়ার সূচক নিফটি 81 পয়েন্টের পতনের সাথে 15674-এর স্তরে খোলে।
Share Market Update: প্রি ওপেনিংয়ে কেমন ছিল বাজার ?
প্রি-ওপেনে শেয়ারবাজার আজ লক্ষণীয় পতনের সাথে লেনদেন করছিল। NSE নিফটি 486 পয়েন্ট বা 3.35 শতাংশের পতনের সাথে 15246.60 এর স্তরে লেনদেন করা শুরু করে। পরে অবশ্য সেই ধাক্কা সামলে ওঠে নিফটি।