Stock Market Opening: ঘুরে দাঁড়িয়ে ফের পতন বাজারে, কতটা পড়তে পারে সূচক ?
Share Market Update: সোমে উত্থানের পরই মঙ্গলে পতন জারি বাজারে। ঘুরে দাঁড়িয়েও নামতে বাধ্য হল নিফটি ,সেনসেক্স।
Share Market Update: সোমে উত্থানের পরই মঙ্গলে পতন জারি বাজারে। ঘুরে দাঁড়িয়েও নামতে বাধ্য হল নিফটি ,সেনসেক্স। বিশ্ববাজারের তেজের প্রভাবও গায়ে লাগল না ভারতীয় শেয়ার মার্কেটের। তবে কি ফের মন্দার দিকেই ঝুঁকছে বাজার ?
Stock Market Opening: আজ মুনাফা বুকিং চলছে বাজারে
সোমবার বাজারে অপ্রত্যাশিত গতির সাক্ষী থেকেছিল বিনিয়োগকারীরা। তাই মঙ্গলে আর ঝুঁকি নিচ্ছেন না কেউ। বাজার ১৬৬০০ অতিক্রম করায় আজই প্রফিট বুক করেছেন অনেকেই। সেই কারণেমাত্র ২৪ ঘণ্টার মধ্যে লালে খুলেছে নিফটি , সেনসেক্সের সূচক। মুম্বই স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৩০০ পয়েন্ট পড়েছে। সেখানে নিফটি 82 পয়েন্ট কমে ব্যবসা শুরু করেছে।
Share Market Update: কত পয়েন্টে খোলে বাজার
পুঁজিবাজারে আজ প্রথমে লালেই ট্রেড শুরু করেছে বাজার। সেনসেক্স 303 পয়েন্ট বা 0.54 শতাংশের পতন সহ 55,622 তে ও নিফটি 82 পয়েন্ট বা 0.50 শতাংশের পতনের সাথে 16,578 এ খোলে।
Stock Market Opening: সেক্টরাল আপডেট
এদিন পুঁজিবাজারে পতনের সময় ব্যাঙ্কিং, আইটি, এফএমসিজি, ফার্মার মতো শেয়ারে পতন দেখা যায়। অন্যদিকে অটো, এনার্জি, রিয়েল এস্টেটের মতো খাতে সামান্য বৃদ্ধি হয়। 50 টি নিফটি স্টকের মধ্যে 16 টি সবুজে লেনদেন করছে। সেখানে 34 টি শেয়ারে পতন দেখা গেছে। তাই সেনসেক্সের 30 টি শেয়ারের মধ্যে 5 টি শেয়ার সবুজে লেনদেন করছে। যেখানে 25 টি শেয়ার লালে ট্রেড শুরু করেছে।
Share Market Update: কোন স্টকে গতি ?
আজ ক্রমবর্ধমান স্টকগুলির মধ্যে রয়েছে মহিন্দ্রা 1.89 শতাংশ, পাওয়ার গ্রিড 1.55 শতাংশ, টাটা স্টিল 0.82 শতাংশ, আইটিসি 0.26 শতাংশ, আল্ট্রাটেক সিমেন্ট 0.20 শতাংশ, মারুতি সুজুকি 0.18 শতাংশ, লারসেন 0.09 শতাংশ ও রিলায়েন্সও সবুজে ট্রেড করছে।
আরও পড়ুন : Jan Samarth Portal: 'জন সামর্থ পোর্টাল' আনছে সরকার, জানেন কী সুবিধা পাবেন আপনি ?