Stock Market Updates: ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল শেয়ার বাজার, সেনসেক্স পেরোল ৫৫,৭০০,ঊর্ধ্বমুখী নিফটিও
Stock Market Updates: ইউক্রেন-রুশ যুদ্ধের কারণে ভারতের শেয়ার বাজার গতকাল ঘোরতর ধাক্কা খেয়েছিল। গতকাল স্টক মার্কেট প্রায় ২৮০০ পয়েন্ট পড়ে বন্ধ হয়েছিল।
নয়াদিল্লি: ইউক্রেনে রাশিয়ার হামলার খবর সামনে আসার পর গতকাল হুড়মুড়িয়ে নেমে গিয়েছিল ভারতের শেয়ার বাজারের সূচক। শুক্রবার সেই ধাক্কা কাটিয়ে কিছুটা হলেও ঘুরে দাঁড়াল ভারতের শেয়ার বাজার। বিশ্ব বাজারের পরিস্থিতির সূত্রেই শেয়ার সূচকে উত্থান দেখা যাচ্ছে। রাশিয়ার বিরুদ্ধে কঠোর আর্থিক বিধিনিষেধ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর ওয়াল স্ট্রিটেও সূচকে ঊর্ধ্বমুখীনতা দেখা দেয়। এর প্রভাব পড়েছে এশিয়ার শেয়ার বাজারেও।
ইউক্রেন-রুশ যুদ্ধের কারণে ভারতের শেয়ার বাজার গতকাল ঘোরতর ধাক্কা খেয়েছিল। গতকাল স্টক মার্কেট প্রায় ২৮০০ পয়েন্ট পড়ে বন্ধ হয়েছিল। নিফটি পড়েছিল ৮৪২ পয়েন্ট। কিন্তু আজ বাজারের মনোভাবে বদল হওয়ায় সূচকও বৃদ্ধির পথে ফিরেছে।
আজ কীভাবে খোলে বাজার
আজ বম্বে স্টক এক্সচেঞ্চের সূচক ৮৭৬ পয়েন্ট বেড়ে ৫৫৩২১ পয়েন্টে খোলে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্চের সূচক নিফটি ২৯৭ পয়েন্ট বেড়ে ১৬৫১৫ স্তরে খুলেছে। বাজার খোলার পর সূচকে ধারাবাহিকভাবে আজ চাঙ্গাভাব দেখা যাচ্ছে। মনোভাবে সংশোধন হওয়ায় তার প্রতিফলন পড়েছে বাজারে।
নিফটির পরিস্থিতি কেমন
আজ নিফটির ৫০ শেয়ারের মধ্যে ৪৭ টিতেই সবুজ নিশান। এই ৪৭ শেয়ারই সবুজ সঙ্কেত নিয়ে লেনদেন হচ্ছে। ব্যাঙ্ক নিফটিতেও বেশ ভালো বৃদ্ধি দেখা যাচ্ছে। ব্যাঙ্ক নিফটি ৮১৭ পয়েন্ট বেড়ে ২.৩২ শতাংশ তেজি দেখাচ্ছে। এতে ৩৬,০৪৫-এর স্তরে লেনদেন হচ্ছে।
সকাল ৯.২১ টায় বেঞ্চমার্ক বিএসই সেনসেক্স ১,১৩৫ পয়েন্ট বা ২.০৮ শতাংশ বেড়ে পৌঁছে যায় ৫৫,৬৬৫-তে। অন্যদিকে,এনএসই নিফটি ৩২৫ পয়েন্ট বা ২ শতাংশ বেড়ে পৌঁছয় ১৬,৫৭৩-এ।