Suzuki Avenis Scooter: ১২৫ সিসির বাজেট স্কুটার আনল সুজুকি, হোন্ডার সঙ্গে হবে পাঞ্জা
Suzuki Avenis Scooter: ভারতে এল Suzuki Avenis 125 স্কুটার। আগের ভ্যারিয়েন্টের থেকে আরও কম দামে এই স্কুটার লঞ্চ করল কোম্পানি।
Suzuki Avenis Scooter: ভারতে এল Suzuki Avenis 125 স্কুটার। আগের ভ্যারিয়েন্টের থেকে আরও কম দামে এই স্কুটার লঞ্চ করল কোম্পানি। দেশের বাজারে এই টু-হুইলারের সঙ্গে কড়া প্রতিযোগিতা হবে হোন্ডার।
Suzuki Avenis Scooter: কেন কিনবেন এই স্কুটার ?
মেটালিক ম্যাট ফাইব্রোইন গ্রে, মেটালিক লাশ গ্রিন, পার্ল ব্লেজ অরেঞ্জ, গ্লাস স্পার্কল ব্ল্যাক, মেটালিক ম্যাট ব্ল্যাক, গ্লাস স্পার্কল ব্ল্যাক, পার্ল মিরাজ হোয়াইট ও মেটালিক ম্যাট ফাইব্রোইন গ্রে-র মতো বিভিন্ন রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে এই স্কুটার। সুজুকি অ্যাভেনিস (Suzuki Avenis Scooter) 'ফান টু-ড্রাইভ' ডিজাইনে তৈরি করা হয়েছে।স্প্লিট গ্র্যাব রেল, স্পোর্টি মাফলার কভার, অ্যালয় হুইল, ফ্লোরবোর্ডে গ্রাফিক্স সহ বোল্ড সুজুকি ব্র্যান্ডিং পাবেন এই স্কুটারে। মূলত, যুব প্রজন্মের কথা মাথায় রেখেই আনা হয়েছে এই টু-হুইলার।
Suzuki Avenis Scooter: কত দাম স্কুটারের ?
রাইডারের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে সিটের নিচে রিফুয়েলিং ও জায়গার সুবিধা পাবেন স্কুটারে। এর স্ট্যান্ডার্ড সংস্করণেই বাইরে ফুয়েল ক্যাপ দিয়েছে কোম্পানি। স্কুটারটি মোটরসাইকেল থেকে অনুপ্রাণিত হওয়ায় এতে রেয়ার ইন্ডিকেটর, বডি মাউন্ট, এলইডি হেডল্যাম্প, এলইডি টেল ল্যাম্প দেওয়া হয়েছে। দিল্লিতে এই স্কুটারের (Suzuki Avenis) দাম রাখা হয়েছে 86,500 টাকা।
Suzuki Avenis Scooter: স্কুটারের ইঞ্জিন ও প্রতিদ্বন্দ্বী
ইঞ্জিনের কথা বলতে গেলে, সুজুকি অ্যাভেনিসে FI প্রযুক্তির একটি 125 cc ইঞ্জিন রয়েছে। স্কুটারটি 6750 rpm-এ 8.7 PS শক্তি উৎপন্ন করে। একই সময়ে এর সর্বোচ্চ টর্ক 10 নিউটন মিটার। স্কুটারটির মোট ওজন 106 কেজি। Suzuki Avenis 125 Standard Edition স্কুটারটি TVS Ntorq 125, Aprila SR 125, Honda Grazia ও Yamaha RAZR-এর সঙ্গে প্রতিযোগিতা করবে। Race Inspired MotoGP গ্রাফিক্স ও Connect বৈশিষ্ট্যগুলি Suzuki Avenis 125 স্ট্যান্ডার্ড সংস্করণে পাওয়া যাবে না।