(Source: ECI/ABP News/ABP Majha)
Tata Nexon Catches Fire: এবার টাটা নেক্সন ইভিতে ভয়াবহ আগুন, চিন্তা বাড়াচ্ছে ইলেকট্রিক কার
Tata Nexon EV Fire: একের পর এক ইলেকট্রিক গাড়িতে আগুনের ঘটনায় চিন্তা বাড়ছে ক্রেতাদের। ওলা ছাড়াও একাধিক ইলেকট্রিক স্কুটারে আগুনের পর এবার ভয়াবহু আগুন দেখা গেল টাটা নেক্সন ইভিতে।
Tata Nexon EV Fire: একের পর এক ইলেকট্রিক গাড়িতে আগুনের ঘটনায় চিন্তা বাড়ছে ক্রেতাদের। ওলা ছাড়াও একাধিক ইলেকট্রিক স্কুটারে আগুনের পর এবার ভয়াবহু আগুন দেখা গেল টাটা নেক্সন ইভিতে। প্রতিষ্ঠিত কোম্পানির ইভিতে আগুন ঘিরে স্বাভাবিকভাবেই ব্যাটারিচালিত গাড়ির গুণমান নিয়ে প্রশ্ন তুলছেন ক্রেতারা।
Tata Nexon Catches Fire: কোথায় ঘটেছে এই ঘটনা ?
বুধবার সন্ধ্যায় ঘটেছে এই ঘটনা। গাড়িতে আগুনের ভয়াবহতায় তড়িঘড়ি ডাকতে হয়েছে দমকলকে। মুম্বইয়ের ভাসাই অঞ্চলে এক গ্রাহকের গাড়িতে এই আগুন লাগে। ভাসাইয়ের পশ্চিমে পঞ্চবটি হোটেলের কাছে এই আগুন দেখে থেমে যায় পথচলতি জনতা। ঘটনার ভিডিও ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। এক সাংবাদিক তাঁর ট্যুইটার হ্যান্ডেল থেকে এই পোস্টটি শেয়ার করেছেন। যেখানে টাটা মোটরসকে ট্যাগ করে এই ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। তবে ঠিক কারণে এই আগুন তা এখনও জানা যায়নি।
Tata Nexon EV Fire: আগুন নিয়ে কী বলছে টাটা মোটরস ?
এদিকে টাটা মোটরস আজ একই বিষয়ে একটি বিবৃতি জারি করেছে। বিবৃতিতে লেখা হয়েছে, “সাম্প্রতিক একটি বিচ্ছিন্ন আগুনের ঘটনার সত্যতা খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে কোম্পানি। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এই গাড়িতে আগুনের ছবি। আমাদের তদন্ত পুরো হওয়ার পরই এই বিষয়ে আমরা বিস্তারিত প্রতিক্রিয়া জানাতে পারব ।” এই বলেই অবশ্য থেমে থাকেনি টাটা মোটরস। বিবৃতিতে লেখা হয়েছে, “আমরা আমাদের যানবাহন ও ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। প্রায় 4 বছরে 30,000 টিরও বেশি ইভি দেশজুড়ে 100 মিলিয়ন কিলোমিটারেরও বেশি কভার করার পরে এটি প্রথম ঘটনা।"
Tata Nexon EV Fire: টাটার গাড়িতে আগুন, মুখ খুলছে ওলা
টাটা নেক্সন ইভিতে আগুনের ঘটনা নিয়ে এবার মুখ খুলেছে ওলা ইলেকট্রিক কোম্পানির প্রধান ভাবিশ আগরওয়াল। টাটা নেক্সন ইভির আগুনের ভিডিয়ো ট্যুইট করে ভাবিশ লিখেছেন, শুধু ওলা নয়, বিশ্বের প্রতিষ্ঠিত কোম্পানির ইলেকট্রিক গাড়িতেও আগুন লাগে। কিছুদিন আগেই ওলার ইলেকট্রিক স্কুটারে আগুনের ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে ওলা ইলেকট্রিক। কোম্পানির তরফ থেকে বলা হয়, কেন এই ধরনের ঘটনা ঘটছে তা দ্রুত খতিয়ে দেখছে কোম্পানি।