Tata Sky rebranded: বদলে গেল টাটা স্কাই, নতুন নামে এল কোম্পানি
Tata Sky Becomes Tata Play: দেশের DTH পরিষেবার অতীতের দিকে তাকালে দেখা যাবে, দীর্ঘ ১৮ বছর এই নামে পরিষেবা দিচ্ছিল কোম্পানি। এবার কোম্পানির নাম থেকে স্কাই বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
Tata Sky rebranded: Tata Sky হয়ে গেল Tata Play। ২৭ জানুয়ারি থেকে নতুন নামে গ্রাহকদের কাছে ধরা দেবে কোম্পানি। Direct-to-home (DTH)-এর পাশাপাশি আরও কিছু পরিষেবা দেবে কোম্পানি। সেই কারণেই তাদের এই নামবদল।
Tata Sky Becomes Tata Play: দেশের DTH পরিষেবার অতীতের দিকে তাকালে দেখা যাবে, দীর্ঘ ১৮ বছর এই নামে পরিষেবা দিচ্ছিল কোম্পানি। এবার কোম্পানির নাম থেকে স্কাই বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। টাটা গ্রুপ ও ওয়াল্ট ডিজনি কোম্পানির মধ্যে চুক্তির জেরেই এই নামকরণ। Tata Sky এখন তার টেলিভিশন-কাম-ওটিটি (OTT) অফারগুলিকে বিভিন্ন প্যাকেজের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে দেবে।
সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, টাটা স্কাইয়ের ১ কোটি ৯০ লক্ষের বেশি সক্রিয় গ্রাহক রয়েছে। বর্তমানে DTH পরিষেবার বাইরেও কোম্পানির অন্যান্য প্লাটফর্ম নিয়ে আগ্রহ তৈরি হয়েছে গ্রাহকদের। এবার থেকে ফাইবার অপটিকের মাধ্যমে ব্রডব্যান্ড ছাড়াও বিঞ্জ ও ১৪টি OTT পরিষেবা অফার করবে কোম্পানি।
Tata Sky rebranded: এ প্রসঙ্গে টাটা প্লে (Tata Play)-র এমডি ও সিইও হরিত নাগপাল বলেছেন, “ আমরা মূলত একটি ডিটিএইচ কোম্পানি হিসাবে শুরু করেছিলাম। বর্তমানে পুরোপুরি একটি প্রোডাক্ট সেলিং কোম্পানিতে রূপান্তরিত হয়েছি। যেহেতু গ্রাহকরা OTT প্ল্যাটফর্মের প্রোডাক্ট বেশি আগ্রহ দেখাচ্ছিল, তাই একই জায়গায় এইসব অভিজ্ঞতা দিতে চেয়েছি। আমরা Binge চালু করেছি। একই প্লাটফর্মে একটি বিশেষ ব্রডব্যান্ড ব্যবসাও অফার করছে কোম্পানি।"
Tata Sky Becomes Tata Play: DTH প্ল্যাটফর্ম তার Binge প্যাকগুলির অংশ হিসাবে Amazon Prime Video এবং Disney+Hotstar সহ ১৩টি OTT পরিষেবাতে Netflix যুক্ত করেছে।Tata Play প্রতি মাসে ৩৯৯ টাকায় তার নতুন পরিষেবা চালু করবে। মিন্ট-এর রিপোর্ট বলছে, দেশের বাজারে প্লে-র জনপ্রিয়তা বাড়াতে অভিনেতা কারিনা কাপুর, সইফ আলি খান, মাধবন ও প্রিয়মণিকে দিয়ে নতুন কম্বো প্যাকগুলির প্রচার চালানো হবে। এছাড়াও, টাটা প্লে (Tata Play) ১৭৫ টাকার সার্ভিস ভিজিট চার্জ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ DTH গ্রাহকরা যারা তাদের প্যাকগুলি রিচার্জ করেননি তারাও বিনামূল্যে পুনরায় কানেকশন পেতে পারেন৷