Tata Technologies: স্টক মার্কেটে তালিকাভুক্ত না হয়েও দুরন্ত বৃদ্ধি ! টাটার এই স্টকে নজর সবার
IPO Update: স্টক মার্কেটে তালিকাভুক্ত না হয়েও টাটা টেকনোলজিসের স্টকে ব্যাপক হারে বৃদ্ধি। তালিকাবিহীন বাজারে, ইতিমধ্য়েই টাটা টেকনোলজিসের শেয়ার গত ৩ সপ্তাহে ৩০ শতাংশ বেড়েছে।
IPO Update: স্টক মার্কেটে তালিকাভুক্ত না হয়েও টাটা টেকনোলজিসের স্টকে ব্যাপক হারে বৃদ্ধি। তালিকাবিহীন বাজারে, ইতিমধ্য়েই টাটা টেকনোলজিসের শেয়ার গত ৩ সপ্তাহে ৩০ শতাংশ বেড়েছে। টাটা মোটরস টাটা টেকনোলজিসের আইপিও অনুমোদন করার পরই তালিকাবিহীন বাজারে স্টক বাড়তে থাকে।
Tata Technologies IPO: টাটা টেকনোলজিসের শেয়ার অ-তালিকাভুক্ত বাজারে প্রায় ৭৩০০ টাকায় লেনদেন করছে, যা আগে ৫৫০০ টাকার কাছাকাছি ছিল। সম্প্রতি,কোম্পানিটি প্রতিটি শেয়ারের পরিবর্তে একটি বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা করেছে। যার জন্য ১৬ জানুয়ারি,২০২৩ রেকর্ড তারিখ হিসাবে নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি কোম্পানি একটি শেয়ারকে ৫টি শেয়ারে ভাগ করার ঘোষণা করেছে। এক কথায় শেয়ার স্প্লিটের ঘোষণা করেছে কোম্পানি।
IPO Update: টাটা মোটরস স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে, কোম্পানি টাটা টেকনোলজিতে বিনিয়োগ করার কথা ভাবছে। টাটা টেকনোলজিস হল টাটা মোটরসের একটি সহযোগী সংস্থা। প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং ও ডিজিটাল পরিষেবাগুলির সঙ্গে যুক্ত টাটা টেকনোলজি আইপিও আনার জন্য প্রয়োজনীয় প্রাথমিক পদক্ষেপ নেওয়া শুরু করেছে। টাটা মোটরসের পরিকল্পনা সফল হলে, ২০০৪ সালে TCS IPO-র পর এটিই হবে টাটা গ্রুপের আনা প্রথম আইপিও।
TCS: প্রায় ১৮ বছর আগে দেশের বৃহত্তম আইটি কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) এর আইপিও এসেছিল। তখন গ্রুপের চেয়ারম্যান ছিলেন রতন টাটা। কিন্তু ২০১৭ সালে এন চন্দ্রশেখরন টাটা সন্সের চেয়ারম্যান হওয়ার পর এটিই হবে কোনও টাটা গ্রুপ কোম্পানির প্রথম আইপিও।
Tata Motors-এর ২০২২ সালের বার্ষিক রিপোর্ট অনুসারে, Tata Motors-এর Tata Technologies-এ ৭৪ শতাংশ শেয়ার রয়েছে৷ ২০১৮ সালে, টাটা মোটরস ওয়ারবার্গ পিঙ্কাসকে ৩৬০ মিলিয়ন ডলারে টাটা টেকনোলজিসের ৪৩ শতাংশ শেয়ার বিক্রি করার প্রক্রিয়ায় ছিল। কিন্তু পরে সিদ্ধান্তটি বাতিল করা হয়েছিল। টাটা টেকনোলজিসের আর্থিক ফলাফলের দিকে তাকালে দেখা যাবে, ২০২১-২২ সালে কোম্পানির আয় ছিল ৩৫২৯.৬ কোটি টাকা। যার উপর ৬৪৫.৬ কোটি টাকার অপারেটিভ মুনাফা ও ৪৩৭ কোটি টাকা লাভ হয়েছে। টাটা টেকনোলজিসের ফোকাস ৪টি খাতের মধ্যে রয়েছে। যার মধ্যে অটোমোটিভ, অ্যারোস্পেস, শিল্প যন্ত্রপাতি রয়েছে। টাটার স্টকের দিকে তাকালে দেখা যাবে, কোভিডের কারণে টিসিএসে সামান্য কমলেও অন্য স্টকগুলির মতো ধস নামেনি। যে কারণে এই ব্লুচিপ স্টকের ওপর ভরসা রাখছে বাজার।
আরও পড়ুন : Tata Nano-র থেকেও ছোট ইভি লঞ্চ, পাবেন ১৫০কিমি রেঞ্জ