Tata Tigor EV 2021: ১২ লক্ষ টাকায় বেস ভ্যারিয়েন্ট, বাজারে এল Tata Tigor EV 2021
পেট্রল, ডিজেলের দাম নাগালের বাইরে যাওয়ায় সিএনজি ও ইলেকট্রিক গাড়ির দিকে ঝুঁকছিল দেশবাসী। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে মঙ্গলবার ভারতের বুকে তাদের ইলেকট্রিক গাড়ি লঞ্চ করল টাটা মোটরস।
নয়াদিল্লি: ইলেকট্রিক গাড়ির দৌড়ে নাম লেখাল টাটা মোটরসের(Tata Motors) আরও এক প্রোডাক্ট। এবার বাজারে এল Tata Tigor EV 2021। দিল্লিতে গাড়ির এক্স শোরুম প্রাইস রাখা হয়েছে ১১.৯৯ লক্ষ টাকা।
Tata Tigor EV 2021
জল্পনা চলছিল কয়েক মাস ধরেই।পেট্রল, ডিজেলের দাম নাগালের বাইরে যাওয়ায় সিএনজি ও ইলেকট্রিক গাড়ির দিকে ঝুঁকছিল দেশবাসী। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে মঙ্গলবার ভারতের বুকে তাদের ইলেকট্রিক গাড়ি লঞ্চ করল টাটা মোটরস।বাজারে এল Tata Tigor EV 2021। সাধ্যের মধ্যে এই প্যাসেঞ্জার কার ভালো মাইলেজ দেবে বলে দাবি করেছে টাটা।
Tata Tigor EV 2021 Price
কোম্পানির বেস মডেলের দাম রাখা হয়েছে ১১.৯৯ লক্ষ টাকা। দিল্লিতে Tata Tigor EV -র এক্স শোরুম প্রাইস রাখা হয়েছে এই রেঞ্জে। স্বাভাবিকভাবেই বেড়ে যাবে এর অনরোড প্রাইস। গাড়ির টপ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৩.১৪ লক্ষ টাকা। অনরোডে এই গাড়ি প্রায় সাড়ে ১৪ লক্ষে পাওয়া যাবে বলে খবর। তবে এক্সট্রা ফিচারের ক্ষেত্রে দাম আরও কিছুটা বাড়তে পারে।
Tata Tigor EV 2021 Safety
গ্লোবাল এনক্যাপ (Global NCAP) সুরক্ষার পরীক্ষায় ৪ স্টার পেয়েছে টাটার এই গাড়ি। ফলে মিড সাইজ সেডানের সুরক্ষা নিয়ে চিন্তার কারণ থাকছে না ক্রেতাদের। দেশের গাড়ির বাজার বলছে, মারুতি বা অন্য কোনও কোম্পানিকে যাত্রী সুরক্ষার রেটিংয়ে ছাপিয়ে গিয়েছে টাটা।তাদের কমপ্যাক্ট এসইউভি নেক্সন গ্লোবাল এনক্যাপে ৫ স্টার রেটিং পেয়েছে। পিছিয়ে নেই কোম্পানির প্রিমিয়াম হ্যাচব্যাক অল্টরোজ।
আপতত কোম্পানি তিনটি ট্রিম ও দুটো কালার অপশনে পাওয়া যাবে এই কমপ্যাক্ট সেডান। ইতিমধ্যেই গাড়ির বুকিং শুরু হয়ে গিয়েছে। ২১,০০০টাকা দিলেই গাড়ি বুক করতে পারছেন ক্রেতারা। জিপট্রন টেকনোলজিতে চলবে এই ইভি মডেল।
Tata Tigor EV range
কোম্পানি দাবি করছে একবার চার্জ দিলে ৩০৬ কিলোমিটার রেঞ্জ দেবে এই গাড়ি।এই তথ্য একেবারে ARAI certified। হোম সকেটে পুরো চার্জ হতে আট ঘণ্টা সময় লাগবে গাড়ির। সেখানে ফাস্ট চার্জারের মাধ্যমে এক ঘণ্টায় গাড়ির ৮০ শতাংশ চার্জ হয়ে যাবে। সেফটি ফিচারের মধ্যে গাড়িতে দেওয়া হয়েছে, ডুয়েল এয়ারব্যাগস। এবিএস, ইবিডি ছাড়াও ইলেকট্রনিক স্টেবলিটি কন্ট্রোল থাকছে গাড়িতে। এ ছাড়াও গাড়ি পাহাড়ে গেলে তার জন্য আলাদা সুবিধা দেওয়া রয়েছে গাড়িতে।