Wi Fi Call Drops : বাড়িতে নেটওয়ার্ক পেতে সমস্যা হবে না আর, TRAI নিয়েছে নতুন কৌশল
TRAI New Rules : ওয়াই-ফাই (Wi Fi) ও কল ড্রপের (Call Drops) মতো ঘটনা নিত্য়দিন ঘটে। যে কারণে এখন একটি দারুণ কৌশল নিতে চলেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) ।

TRAI New Rules : বর্তমান যুগে দুধ, ওযুধের মতো ইন্টারেনেটও জরুরি পরিষেবার অঙ্গ হয়ে গেছে। কোনও কারণে বাড়িতে নেট (Internet) না পেলে কাজে ক্ষতি হয় আমাদের। অনেক ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম হলে অফিসের কাজও পণ্ড হয় কেবল খারাপ টেলিকম কানেকশনের (Telecom Connection) জন্য। সেই ক্ষেত্রে ওয়াই-ফাই (Wi Fi) ও কল ড্রপের (Call Drops) মতো ঘটনা নিত্য়দিন ঘটে। যে কারণে এখন একটি দারুণ কৌশল নিতে চলেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) ।
সংবাদ সংস্থা পিটিআই-এর সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাই চেয়ারম্যান অনিল কুমার লাহোটি বলেছেন, এবার রেগুলেটরি অথরিটি ডিজিটাল সংযোগের উপর সম্পত্তির রেটিং নিয়ে একটি উদ্যোগ নিচ্ছে। এবার থেকে কেউ যখন ফ্ল্যাট বা অফিসের জন্য জায়গা কিনবে বা ভাড়া নেবে তখন ওয়াই-ফাই ও কল ড্রপ নিয়ে TRAI-এর রেটিং দেখে নিতে পারবে কর্তৃপক্ষ।
TRAI New Rules : আপনার বাড়ির ভিতরে কানেকশনের মূল্যায়ন করবে ট্রাই
ট্রাই চেয়ারম্যান জানিয়েছেন, গত বছরের অক্টোবরে ট্রাই বাড়ির ভিতরে আরও ভাল সংযোগ প্রদানের জন্য “রেটিং অফ প্রোপার্টিজ ফর ডিজিটাল কানেক্টিভিটি রেগুলেশনস, ২০২৪” নিয়ে এসেছে কর্তৃপক্ষ। গত মাসে, ট্রাই এই নিয়মাবলীর অধীনে ডিজিটাল সংযোগের জন্য সম্পত্তির রেটিং মূল্যায়নের জন্য খসড়া ম্যানুয়াল প্রকাশ করেছে।
কাদের দেওয়া হবে দায়িত্ব
এতে সম্পত্তির ডেভেলপারদের ঘর বা বাড়ির ভালো ডিজিটাল সংযোগ প্রদানের জন্য উৎসাহিত হবে। সম্ভাব্য ক্রেতা বা ভাড়াটেদের (সংযোগের) মান বৃদ্ধির জন্যই এই উদ্যোগ নিয়েছে ট্রাই। ইতিমধ্যেই রেটিং কাঠামোর জন্য নিয়ম জারি করেছে সংস্থা। নতুন সিস্টেমের আপডেট দিতে যারা রেটিং করতে পারে এমন ডিজিটাল সংযোগ রেটিং এজেন্সিগুলিকে আবেদন করতে বলা হচ্ছে।






















