Minimum Balance Penalty: PNB-র পর আরও ৩ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহকদের স্বস্তি, মিনিমাম ব্যালেন্স না থাকলেও কাটবে না টাকা
Savings account Average Monthly Balance: কানারা ব্যাঙ্কের পরে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এই পেনাল্টির নিয়ম তুলে দেওয়া হয়। আরও ২ ব্যাঙ্কে এই নিয়ম জারি করা হয়েছে।

Savings Account Rule: সাধারণত যে কোনও ব্যাঙ্কেই সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম একটি অঙ্কের টাকা রাখার নিয়ম থাকে যাকে মিনিমাম ব্যালেন্স বলা হয় আর অ্যাকাউন্টের ব্যালান্স এর কম হয়ে গেলে ব্যাঙ্কের তরফে কিছু চার্জ কাটা হয়। মিনিমাম ব্যালেন্স (Minimum Balance Penalty) বজায় না রাখার জন্য পেনাল্টি কাটে ব্যাঙ্ক। কিন্তু সম্প্রতি ১ জুলাই থেকে দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এই মিনিমাম ব্যালেন্সের জন্য পেনাল্টির নিয়ম প্রত্যাহার করেছে। অর্থাৎ এই ব্যাঙ্কের গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে এবার থেকে ন্যূনতম ব্যালেন্স (Savings Account) না থাকলেও কোনও পেনাল্টির টাকা কাটবে না। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ছাড়াও আরও ৩ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে এই নিয়ম জারি হয়েছে এবার।
সবার প্রথমে মিনিমাম ব্যালেন্সের জন্য পেনাল্টি না কাটার নিয়ম জারি হয়েছিল কানারা ব্যাঙ্কে। এটিও একটি অন্যতম প্রধান রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এই বছর মে মাসেই এই ব্যাঙ্কের তরফে জানানো হয় যে মিনিমাম ব্যালেন্স না রাখলেও এবার থেকে গ্রাহকদের কোনও পেনাল্টি চার্জ কাটা হবে না। রেগুলার সেভিংস অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট কিংবা সমস্ত এন আর আই সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হয়েছে।
কানারা ব্যাঙ্কের পরে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এই পেনাল্টির নিয়ম তুলে দেওয়া হয়। মিনিমাম অ্যাভারেজ ব্যালেন্স বা এমএবি নিয়ে বড় ঘোষণা করেছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এই এমএবি হল এমন একটি গড় পরিমাণ যা একটি ব্যাঙ্ক আপনার সেভিংস অ্যাকাউন্টে একটি নির্দিষ্ট সময়কাল ধরে (সাধারণত মাসিক) বজায় রাখতে হয়।
এছাড়াও আরও দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে এই নিয়ম জারি হয়েছে। তুলে দেওয়া হয়েছে মিনিমাম ব্যালেন্স না রাখার জন্য পেনাল্টির নিয়ম। এই তালিকায় প্রথমে রয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্কের নাম। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পরেই ইন্ডিয়ান ব্যাঙ্কেও সমস্ত ধরনের সেভিংস অ্যাকাউন্টের জন্য মিনিমাম ব্যালেন্সের পেনাল্টির নিয়ম প্রত্যাহার করা হয়েছে। কম টাকা থাকলেও এবার আর কোনও জরিমানা দিতে হবে না গ্রাহককে। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে ৭ জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে।
তবে আরও আগে থেকেই মিনিমাম ব্যালান্স না রাখার জন্য পেনাল্টি ধার্য করা প্রত্যাহার করে নিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ২০২০ সাল থেকেই এই নিয়ম বজায় রয়েছে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। এই ব্যাঙ্কের গ্রাহকদের সেই সময় থেকেই সেভিংস অ্যাকাউন্টে কম টাকা থাকার জন্য কোনও চার্জ কাটা হয় না।






















