Punjab National Bank: মিনিমাম ব্যালেন্স না রাখলেও কাটবে না পেনাল্টির টাকা ! এই ব্যাঙ্কের গ্রাহকদের বড় স্বস্তি
PNB Minimum Balance: কানারা ব্যাঙ্কের পরে পিএনবি হল দ্বিতীয় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক তথা ঋণদাতা যারা সমস্ত সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স বজায় না রাখার জন্য জরিমানা বাতিল করেছে।

PNB Minimum Balance: এবার থেকে মিনিমাম ব্যালেন্সের টাকা না রাখলেও কোনও চার্জ কাটবে না ব্যাঙ্ক। বড় স্বস্তি পাবেন গ্রাহকরা। সেভিংস অ্যাকাউন্টে এবার নির্ধারিত টাকার অঙ্ক না থাকলে কোনও চার্জ কাটবে না ব্যাঙ্ক। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (Punjab National Bank) বড় ঘোষণা। এর আগে কানাড়া ব্যাঙ্কেও একইভাবে মিনিমাম ব্যালেন্স না রাখার জন্য পেনাল্টি চার্জ তুলে নিয়েছিল। আগামী ১ জুলাই ২০২৫ থেকে এই নিয়ম কার্যকর (Minimum Balance) হয়েছে সারা দেশেই।
মূলত ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে এই উদ্যোগটি মূলত নারী, কৃষক এবং নিম্ন আয়ের পরিবারগুলিকে সহায়তা করার জন্য নেওয়া হয়েছে। এর ফলে মিনিমাম ব্যালেন্স বজায় না রাখার কারণে জরিমানা কাটার চাপ ছাড়াই এই সম্প্রদায়ের মানুষ ব্যাঙ্কিং পরিষেবার অন্তর্ভুক্ত হবে। এতে আরও সহজে তাদের পরিষেবা দেওয়া যাবে বলেই ধারণা করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
কানারা ব্যাঙ্কের পরে পিএনবি হল দ্বিতীয় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক তথা ঋণদাতা যারা সমস্ত সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স বজায় না রাখার জন্য জরিমানা বাতিল করেছে। মিনিমাম অ্যাভারেজ ব্যালেন্স বা এমএবি নিয়ে বড় ঘোষণা করেছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এই এমএবি হল এমন একটি গড় পরিমাণ যা একটি ব্যাঙ্ক আপনার সেভিংস অ্যাকাউন্টে একটি নির্দিষ্ট সময়কাল ধরে (সাধারণত মাসিক) বজায় রাখতে হয়।
কানারা ব্যাঙ্কেও এই নিয়ম জারি
কানারা ব্যাঙ্ক সকল ধরনের সেভিংস অ্যাকাউন্টের জন্য গড় মিনিমাম ব্যালেন্স না রাখার জন্য জরিমানার নিয়ম আগেই বাতিল করেছে। এই নিয়ম বাতিল করার মাধ্যমে ব্যাঙ্কিং পরিষেবার ক্ষেত্রে বিপ্লব এনেছে কানারা ব্যাঙ্ক। অর্থাৎ এই ব্যাঙ্কের গ্রাহকদের এবার থেকে আর মিনিমাম ব্যালেন্স বজায় না রাখার জন্য কোনও জরিমানা দিতে হবে না। এই সিদ্ধান্তের মাধ্যমে কানারা ব্যাঙ্কই প্রথম পাবলিক সেক্টর ব্যাঙ্ক হয়ে ওঠে যারা এএমবি সম্পর্কিত জরিমানা বাতিল করেছে। অর্থাৎ এই ব্যাঙ্কে অ্যাকাউন্টহোল্ডাররা তাদের সেভিংস অ্যাকাউন্টে জিরো ব্যালান্সও রাখতে পারেন। এই উদ্যোগের লক্ষ্য হল আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করা আর গ্রাহকদের সুবিধে উন্নত করা। সেভিংস অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট এবং এনআরআই সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে।
তবে এই চার্জ বা জরিমানা তুলে নিলেও ব্যাঙ্কের তরফে এসএমএস চার্জ, বার্ষিক এটিএমের মেনটেন্যান্স চার্জ নেওয়া হবে গ্রাহকদের থেকে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সহ সমস্ত ব্যাঙ্কেই এই নিয়ম ধার্য করা হয়েছে।























