Multibagger Stock: শেয়ার বাজারের রাজা এই ১৪ টাকার শেয়ার, ৬ মাসেই টাকা দ্বিগুণ করেছে
Penny Stock: বিগত ১ বছরে এই সংস্থার শেয়ার থেকে ৩৪২ শতাংশেরও বেশি রিটার্ন এসেছে। একইসঙ্গে ৬ মাসের হিসেবে সংস্থা টাকা দ্বিগুণ করে দিয়েছে শেয়ারে বিনিয়োগে।

Penny Stock: ভারতের স্টক মার্কেটের অবস্থা দিন দিন শোচনীয় হয়ে চলেছে। ক্রমান্বয়ে পতন এসেছে বাজারে। গত সোমবার বাজারে ১০ বছরের রেকর্ড FII সেলিং লক্ষ্য করা গিয়েছে অর্থাৎ বিদেশি বিনিয়োগকারীরা তুমুল শেয়ার (Multibagger Stock) বিক্রি করেছে। ট্রাম্পের কর আরোপের ঘোষণার কারণে আরও পতন এসেছে বাজারে। মিডক্যাপ স্মলক্যাপ শেয়ারে (Stock Price) ধস নেমেছে। গতকাল ত্রাহি ত্রাহি রব ছিল দালাল স্ট্রিটে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৫০ ৩২৭ পয়েন্ট পড়েছিল, অর্থাৎ এই সূচকেও (Stock Market Today) ১.২৭ শতাংশ পতন। তবে এর মধ্যেও খুশির খবর রয়েছে একটি স্টকে।
এই স্টকে এই পতনের বাজারেও বিপুল রিটার্ন দিয়েছে। বলা ভাল বিগত ১ বছরে এই একটি স্টকেই টাকা দ্বিগুণ হয়েছে বিনিয়োগকারীদের। এক বছরের মধ্যে ৩৪২ শতাংশেরও বেশি রিটার্ন এনে দিয়েছে এই স্টক। ১০ ফেব্রুয়ারি যেদিন বাজারে সমস্ত স্টকেই পতন এসেছিল, সেদিনও এই স্টকে ছিল আপার সার্কিট।
কোন স্টকে এত মুনাফা
এই স্টকের নাম টাপারিয়া টুলস। এই সংস্থা মূলত ম্যানুয়াল যন্ত্রাংশ ম্যানুফ্যাকচারিং ও বিক্রি করে থাকে। ফোর্স স্টপ শপ, মেশিন শপ ট্রিটমেন্ট, পলিশিং, নিকেল ক্রোম প্লেটিং ইত্যাদি উৎপাদন ও বিক্রয় করে থাকে এই টাপারিয়া টুলস।
দারুণ মুনাফা দিয়েছে এই শেয়ার
টাপারিয়া টুলস বিনিয়োগকারীদের দারুণ রিটার্ন দিয়েছে। বিগত ১ বছরে এই সংস্থার শেয়ার থেকে ৩৪২ শতাংশেরও বেশি রিটার্ন এসেছে। একইসঙ্গে ৬ মাসের হিসেবে সংস্থা টাকা দ্বিগুণ করে দিয়েছে শেয়ারে বিনিয়োগে। বিগত কয়েকটি সেশন জুড়ে পরপর আপার সার্কিট চলছে এই শেয়ারে। বিগত ৫ দিনে ১৫ শতাংশ রিটার্ন দিয়েছে এই স্টক।
এই সংস্থার ফান্ডামেন্টালস
টাপারিয়া টুলসের বাজার মূলধন ২১.৬ কোটি টাকা। এছাড়া স্টকের পিই রয়েছে ০.১৮, আরওসিইর কথা বলতে হলে এটি ৪৪ শতাংশ রয়েছে। আর রিটার্ন অন ইনভেস্টমেন্ট রয়েছে ৩২.৮ শতাংশ। আর টাপারিয়া টুলসের বুক ভ্যালু রয়েছে ২২৯ টাকা।
(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )
আরও পড়ুন: Gold Price: সোনার দামে বিপুল পতন ! বুধবারে সস্তা হল সোনা, আজ কিনলে কত সাশ্রয় হবে ?






















